৮৯তম অ্যাকাডেমি পুরস্কারের দৌড়ে ছিল দেব পটেল-নিকোল কিডম্যান অভিনীত ‘লায়ন’। গল্পের বড় অংশ ঘিরে রয়েছে কলকাতাও। এবারের অস্কার পুরস্কারের অনুষ্ঠানে ‘লায়ন’-এর সঙ্গে কলকাতাও জড়িয়ে ছিল।
সেই অস্কারে সেরা সহ-অভিনেতাদের তালিকায় মনোনীত হয়েছিলেন স্লামডগ মিলেনিয়ার খ্যাত দেব পটেল। কিন্তু শেষরক্ষা হল না। ‘লায়ন’ ছবির জন্য মনোনীত হলেও, তিনি জিততে পারলেন না সেরা সহ-অভিনেতার পুরস্কার।
২০১৭-র অস্কার বিজেতাদের তালিকা এইরকম:—
সেরা ছবি:
মুনলাইট
সেরা অভিনেত্রী:
এমা স্টোন (লা লা ল্যান্ড)
সেরা অভিনেতা:
ক্যাসে অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি)
সেরা পরিচালক:
ড্যামিয়েন শ্যাজেল (লা লা ল্যান্ড)
সেরা সহ-অভিনেতা:
মহেরশালা আলি (মুনলাইট)
সেরা সহ-অভিনেত্রী:
ভায়োলা ডেভিস (ফেন্সেস)
সেরা বিদেশি ছবি:
দ্য সেলসম্যান (ইরান)
অস্কারের রেড কার্পেটে প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: এপি
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম:
পাইপার
সেরা অ্যানিমেটেড ফিচার:
জুটোপিয়া
সেরা ছবি-সম্পাদনা:
হ্যাকশ রিজ
সেরা সিনেমাটোগ্রাফি:
লা লা ল্যান্ড
সেরা ভিস্যুয়াল এফেক্টস:
দ্য জাঙ্গল বুক
সেরা মেক-আপ ও হেয়ারস্টাইল:
সুইসাইড স্কোয়াড
সেরা কস্টিউম ডিজাইন:
ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম
প্রাক্-অস্কারের পার্টিতে দীপিকা পাডুকোন ও প্রিয়ঙ্কা চোপড়া। ছবি সৌজন্য: প্রিয়ঙ্কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
সেরা ডকুমেন্টারি:
ওজে: মেড ইন আমেরিকা
সেরা সাউন্ড এডিটিং:
অ্যারাইভাল
সেরা চিত্রনাট্য:
ম্যানচেস্টার বাই দ্য সি