মাত্র ৩৪ বছর বয়সেই চলে গেলেন বলিউড পরিচালক জ্ঞানমেন্দ্র আহুজা। প্রসঙ্গত, বলি তারকা গোবিন্দর ভাইপো তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। মুম্বইয়ের ভারসোভা অঞ্চলে, তাঁর নিজের ফ্ল্যাটেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জ্ঞানমেন্দ্রর। এমনটাই জানিয়েছেন প্রয়াত পরিচালকের আত্মীয় ও অভিনেত্রী কাশ্মীরা শাহ। প্রসঙ্গত, কমেডিয়ান-অভিনেতা ক্রুষ্ণা অভিষেকের স্ত্রী তিনি।
গোবিন্দর দাদা, কীর্তি কুমারের ছেলে জ্ঞানমেন্দ্র আহুজা। বলিউডে তাঁকে সকলে ডাম্পি নামেই চেনে। ২০০৭ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি ‘যাঁহা যায়েগা হামে পায়েগা’। ছবির মুখ্য চরিত্রে ছিলেন গোবিন্দা।
জ্ঞানমেন্দ্র আহুজার মৃত্যু স্বাভাবিক বলেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন পরিবারের লোক। বৃহস্পতিবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় পবন হংস শ্মশানে। সেখানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন গোবিন্দ, তাঁর ছেলে যশবর্ধন, ক্রুষ্ণা অভিষেক।