এখন তিনি বাংলা ছবির সবচেয়ে বড় তারকাদের একজন কিন্তু তাঁরও অভিনয় জীবন শুরু হয়েছিল বাংলা টেলিভিশনে। বহু দর্শকের ধারণা ২০১০-১১ সালের ধারাবাহিক ‘গানের ওপারে’ তাঁর প্রথম কাজ টেলিপর্দায়। কিন্তু মিমি চক্রবর্তীর টেলি ডেবিউ হয়েছিল ২০০৯ সালে আকাশ বাংলা চ্যানেলের ‘চ্যাম্পিয়ন’ ধারাবাহিকে। সেই ধারাবাহিকে নায়িকার ভূমিকাতে ছিলেন মিমি এবং নায়কের চরিত্রে ছিলেন সুদীপ সরকার।
তবে শুধু মিমি নন, ওই ধারাবাহিকে এই প্রজন্মের একাধিক টেলি-তারকা তাঁদের অভিনয় জীবন শুরু করেছিলেন— রাজা গোস্বামী ও সৌগত বন্দ্যোপাধ্যায়ের সেটিই ছিল প্রথম কাজ। এছাড়া প্রধান ভূমিকায় ছিলেন আয়েষা ভট্টাচার্য। আয়েষা অর্থাৎ ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের ‘মঙ্গলা’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ২০০৯ সালের ‘চ্যাম্পিয়ন’ ধারাবাহিকের শ্যুটিংয়ের ফাঁকে তোলা একটি বিরল ছবি। এই ছবিতে মিমি তো রয়েছেনই, সঙ্গে রয়েছেন আয়েষা-সহ অন্য টেলি-তারকারাও।
ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন সুশান্ত দাস। বলতে গেলে তাঁর হাত ধরেই পথ চলা শুরু হয়েছিল মিমি চক্রবর্তীর এবং একঝাঁক তরুণ তারকাদের। এঁদের মধ্যে অনেকেই এর পরে জনপ্রিয় ধারাবাহিকে লিড চরিত্রে মনোনীত হন। মিমি যেমন নির্বাচিত হন ‘গানের ওপারে’-র জন্য, তেমনই আয়েষা নির্বাচিত হন ‘খনা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রের জন্য। আবার রাজা গোস্বামী এর পরেই নায়কের ভূমিকায় নির্বাচিত হন ‘ভালবাসা ডট কম’-এ।
আয়েষা ভট্টাচার্য। ছবি: ফেসবুক পেজ থেকে
তাই এই ধারাবাহিকটিকে অত্যন্ত ‘লাকি’ বলে মনে করেন এর সঙ্গে জড়িয়ে থাকা কলাকুশলীরা। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বেশ নস্টালজিক হয়ে পড়েন আয়েষা। ফ্রেমে বন্দি সেই মুহূর্তে সবাই ছিলেন একসঙ্গে। আজ প্রত্যেকেই ব্যস্ত আলাদা আলাদা ধারাবাহিকে বা ছবির কাজে। কেউ কেউ আবার টেলিজগত থেকেই বিদায় নিয়েছেন কিন্তু ‘চ্যাম্পিয়ন’-এর স্মৃতি এখনও তাজা সবার মনেই।