সময়টা মোটেই ভাল যাচ্ছে না অভিনেতা হৃত্বিক রোশনের। প্রথমে কঙ্গনার সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক ঘিরে আইনি ঝামেলা। এবারে ফের আইনি নোটিস পেলেন এই অভিনেতা।
এবারে হৃত্বিককে নোটিস পাঠিয়েছে মুম্বইয়ের ক্রিস্চান সেকিউলার ফোরাম। জানুয়ারি মাসে পোপ ফ্রান্সিসের নাম উল্লেখ করে একটি ব্যঙ্গাত্মক টুইট করেছিলেন হৃত্বিক। সেখানে তিনি বলেন, ‘সংবাদমাধ্যমে বলিউডের যে অভিনেত্রীদের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে চর্চা চলছে, তাঁদের তুলনায় পোপ ফ্রান্সিসের সঙ্গে আমার প্রেম করার সম্ভাবনা বেশি।’
হৃত্বিকের এই মন্তব্যেই ক্ষুব্ধ হয়ে তাঁকে নোটিস পাঠিয়েছে ওই সংগঠন। তাঁদের দাবি, নিজের টুইটের জন্য হৃত্বিককে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নোটিস পাওয়ার কথা স্বীকার না করলেও, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকলে, হৃত্বিক নিঃশর্ত ক্ষমা চাইতে রাজি বলেই বলিউড তারকার আইনজীবী দাবি করেছেন।
আরও পড়ুন
কীভাবে কঙ্গনার প্রেমের চোরাবালিতে আটকালেন হৃতিক? গুঞ্জন বলছে...
কঙ্গনার সঙ্গে বিয়ে ভেস্তে দিয়েছিলেন হৃতিক?
চাপ বাড়াচ্ছেন কঙ্গনা। হৃতিক কোথায়? ক্লিক করুন। রয়েছে ছবি