ভাল নামটা গালভারি— যশোজিৎ বন্দ্যোপাধ্যায়। বাবার নামের সঙ্গে মিলিয়েই ভাল নাম রাখা অবশ্য। তবে বাড়িতে একটা ডাক নাম রয়েছে, যেটা খুবই আদরের এবং এই নামেই তাকে ডাকতে ভালবাসেন যশোজিতের বাবা, অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। আর সেই নামটি হল— ‘প্যাঁও’।
মায়ের সঙ্গে ছোটবেলার আর বড়বেলার যশোজিৎ। ছবি: জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে
তো বাবা-মায়ের আদরের প্যাঁও এবং দর্শকের প্রিয় ‘জোজো’-র জীবনে ঘটতে চলেছে একটি বড় ঘটনা। ৭ ফেব্রুয়ারি হবে তার ‘উপনয়ন’ বা পৈতে। এই নিয়ে গত কয়েক দিন ধরেই পরিবারে বেশ হই হই ব্যাপার। নিমন্ত্রণের ব্যাপারটাও বেশ অভিনব হয়েছে।
অভিনয় জগতের তিন প্রজন্ম। জয়জিৎ ও জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যশোজিৎ।
জয়জিৎ বন্দ্যোপাধ্যায় জানালেন, নামাবলীর মতো এক খণ্ড কাপড়ে ছাপা হয়েছে পরিবারের পক্ষ থেকে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভোজের আমন্ত্রণ। এই নামাবলী পৌঁছৈ গিয়েছে বিনোদন জগতের তারকাদের বাড়িতে বাড়িতে এবং এই অভিনব আইডিয়াটি সকলেই খুব পছন্দ করেছেন। তবে ই-আমন্ত্রণও রয়েছে একটি, যাঁরা দূরে থাকেন, তাঁদের জন্য।
পৈতের আগের দিন নিয়ম মেনেই বাড়িতে হল অ-পৈতে ভাত। আর সেই অনুষ্ঠানের ছবিই রয়েছে এই প্রতিবেদনের গোড়ায়।