অভিষেক শর্মার আগামী ছবি ‘পরমাণু: দ্য স্টোরি অফ পোখরান’ সত্য ঘটনা অবলম্বনে তৈরি। ১৯৯৮ সালে রাজস্থানের পোখরানে পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ এই ছবির বিষয়। এই ঘটনা রাতারাতি ভারতকে বিশ্বের অন্যতম শক্তিধর দেশে পরিণত করেছিল।
এবার সেই গৌরবময় ইতিহাস উদযাপনের ডাক দিচ্ছেন জন আব্রাহাম ও ডায়ানা পেন্টি। ২২ মে দিল্লির কনট প্লেসে জন-ডায়ানা যুব সমাজকে দেশের সেনাবাহিনী ও বিজ্ঞানীদের এই উজ্জ্বল কৃতিত্বকে সম্মান করতে একজোট হতে বলছেন। এ যেন বছরভর প্রতিরোধে বিক্ষোভে রাস্তায় নামার ঠিক উলটো ডাক।
ছবি সৌজন্য: জেএ এনটারটএনমেন্ট
জন এদিন টুইটে লেখেন, ‘‘পরমাণু প্রাইড প্যারেড ভারতের বিশ্বের মানচিত্রে এই উজ্জ্বল স্থানাধিকারকে সেলিব্রেট করবে। ২২ মে বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসে ‘জয় জওয়ান জয় বিজ্ঞান’ শ্লোগান তুলে আমরা হাঁটব। পথে নামুন, গর্বের শরিক হোন। আমি হাঁটব, আপনি?’’
‘পরমাণু’ দেশের যুবকদের কাছে জড়তা ঝড়ে ফেলে এগিয়ে আসর ডাক দিচ্ছে। মনে করিয়ে দিতে চাইছে দেশের এক গৌরবময় অতীতের কথা।
ছবির ট্রেলার দেখে নিতে পারেন আরেকবার :