সেই ‘গ্যাংস্টার’ ছবি দিয়ে বলিউডে তাঁর কেরিয়ার শুরু। তার বেশ অনেক দিন আগে থেকেই অবশ্য মডেলিংয়ে এসেছেন। অল্পদিনের মধ্যেই প্রচুর নামও করে ফেলেছিলেন। গত ১১ বছরে অনেক উত্থান-পতন গিয়েছে তাঁর কেরিয়ারে। কিন্তু বর্তমানে ছবি পিছু ৫ কোটি থেকে ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।
বলাই বাহুল্য যে ছবির পারিশ্রমিক, বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড এনডর্সমেন্ট, র্যাম্প শো ও সময়মতো ইনভেস্টমেন্ট করে এই কয়েক বছরে প্রচুর সম্পত্তির মালকিন হয়েছেন কঙ্গনা। সম্প্রতি ২০.৭ কোটি টাকা দিয়ে মুম্বইয়ের পালি হিলে একটি বাংলো কিনেছেন তিনি। শোনা যাচ্ছে, এবার প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন কঙ্গনা এবং সেই সংস্থারই অফিস হবে এই বাংলোয়।
শুধু তাই নয়, কিছুদিন আগে তাঁর যোগগুরুকে একটি দু’কামরার ফ্ল্যাট উপহার দিয়েছেন যাতে তিনি সেখানে একটি ট্রেনিং সেন্টার খুলতে পারেন। এসব শুনে মনে একটি প্রশ্ন জাগতেই পারে যে তবে কত টাকার মালিক তিনি?
‘দ্য ওয়র্থ পোর্টাল ডট কম’-এর ২০১৬-র একটি প্রতিবেদন বলছে, কঙ্গনার নেট ওয়র্থ ৫৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ মোটামুটি ৩৭৭ কোটি টাকা। তবে এই নেট ওয়র্থ-এর একটি অংশ ‘শেয়ারড’ অর্থাৎ এর মধ্যে কিছু জয়েন্ট প্রপার্টির সম্পত্তিমূল্যও ধরা রয়েছে। শুধুমাত্র তাঁর একার সম্পত্তিমূল্য এর অর্ধেক হলেও টাকার অঙ্কটা দাঁড়ায় ১৮০ কোটি টাকার কাছাকাছি!