বাহাত্তরতম স্বাধীনতা দিবসের দিনেই মুক্তি পেল কঙ্গনা রানাউতের পরবর্তী ছবি মণিকর্নিকার পোস্টার। ছবিতে ঝাঁসির রাণি লক্ষ্মীবাই-য়ের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। পোস্টারেও সে অবতার একেবারে স্পষ্ট। যোদ্ধা লুকে একেবারে অন্য অবতারে এই অভিনেত্রী।
এই ছবির জন্য নিজেকে দীর্ঘদিন ধরে তৈরি করেছেন কঙ্গনা। লক্ষ্মীবাই-য়ের চরিত্র ফুটিয়ে তোলার জন্য তরোয়াল চালনা থেকে শুরু ঘোড়ায় চড়া, সবই মন শিখেছেন এই অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে নিজেকে ইতিমধ্যেই অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন কঙ্গনা। এবারও তাই তাঁর ছবি মণিকর্ণিকাকে নিয়ে প্রত্যাশা একটু বেশী। ছবিতে তাঁতিয়া টোপির চরিত্রে দেখা যাবে অতুল কুলকর্নিকে এবং সদাশীব-এর চরিত্রে দেখা যাবে সনু সুদকে।
Kangna Ranaut as #Manikarnika - The Queen Of Jhansi... Here's the first look poster... Directed by Krish... 25 Jan 2019 release... #RepublicDayWeekend pic.twitter.com/FgsXFBt09Z
— taran adarsh (@taran_adarsh) 15 August 2018