কার্তিক আরিয়ান ইদানিং ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ‘লুকা ছুপি’-র প্রচার নিয়ে। ছবির পরিচালনা করেছেন লক্ষ্মণ উৎকার। আগামী পয়লা মার্চ ছবিটি মুক্তি পাবে।
তবে ‘ভ্যালেনটাইন ডে’ উপলক্ষে তাঁর ইনস্টা-পোস্টে রয়েছে একটি বিশেষ ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ছবির নায়ক কার্তিক তাঁর নিজের ফোনে নায়িকা কৃতি শ্যাননের ছবি লাগিয়ে রেখেছেন আর বার বার দেখছেন। সেই ভিডিও নিজের ইনস্টা-তে প্রকাশ করেছেন দুই নায়ক-নায়িকা। আসলে তাদের আগামী ছবির নতুন গানই এই ভিডিও ‘ফটো সং’। এই গানটি গেয়েছেন কর্ণ সাংভি।
কিছুদিন আগেও সারা আলি খান ইচ্ছা প্রকাশ করেছিলেন যে, তিনি কার্তিকের সঙ্গে ডেট করতে চান। সেই কথা জানার পরে কফি ডেট করার কথা জানান কার্তিক। সেই নিয়ে বেশ তোলপাড় হয় নেট-দুনিয়া।
তবে কৃতি ও কার্তিকের বন্ধুত্ব নিয়ে বলিউডের অন্দর মহলে নানা গুঞ্জন রয়েছে। ইদানিং এই দুই তারকা নিজেদের ছবি ‘লুকা ছুপি’-র প্রচারে সব জায়গায় এক সঙ্গেই ঘুরে বেড়াচ্ছেন। প্রসঙ্গত সেই গানের ভিডিও ইনস্টা-য় প্রকাশ করে কার্তিক জানান, তিনি কিছুতেই চোখ ফেরাতে পারছেন না রেশমি (কৃতি)-র ছবি থেকে। সেই ভিডিও নেটিজেনদের মধ্যে এখন ভাইরাল। দেখে নিন সেই ভিডিও—