১৫+ আরবান টিআরপি তালিকায় এই সপ্তাহেও সেরার সেরা ফিকশন ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ এবং আগের সপ্তাহের তুলনায় টিআরপি বেড়ে দাঁড়িয়েছে ১১.১। পাশাপাশি বেড়েছে ‘করুণাময়ী রাণী রাসমণি’(৯.২)-র টিআরপি। প্রথম ও দ্বিতীয় স্থানে এই দু’টি ধারাবাহিকই রয়েছে। এবং এবারও শীর্ষ পাঁচটি স্থান দখলে রেখেছে জি বাংলা।
তৃতীয় স্থানে রয়েছে ‘বকুলকথা’ (৮.৪), চতুর্থ স্থানে রয়েছে ‘জয় বাবা লোকনাথ’ (৭.৯) ও পঞ্চম স্থানে রয়েছে ‘জয়ী’ (৭.৬)। এছাড়া সেরা দশে মোটামুটি সেই ধারাবাহিকগুলিই রয়েছে, যেগুলি ছিল গত সপ্তাহে। তবে এই সপ্তাহে টিআরপি তালিকায় সবচেয়ে বড় ঘটনা ‘সা রে গা মা পা’-এর রেটিং।
ছবি সৌজন্য: জি বাংলা
আগের সপ্তাহেও রেটিং ছিল খুবই ভাল, ৮.৯ কিন্তু এই সপ্তাহে তা দাঁড়িয়েছে ১১.৯। অর্থাৎ এই জনপ্রিয় নন-ফিকশন শো-টি ভিউয়ারশিপ রেটিংয়ে ছাপিয়ে গিয়েছে ফিকশন ধারাবাহিকগুলিকেও। নন-ফিকশন ও ফিকশন সব মিলিয়ে যদি ধরা যায়, তবে এই সপ্তাহের টপার ‘সা রে গা মা পা’।
আর যদি শুধু ১৫+ আরবান টিআরপি তালিকার ফিকশন ধারাবাহিকগুলিকে রেটিং অনুযায়ী ক্রমানুসারে সাজানো যায় তবে ‘কৃষ্ণকলি’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘বকুলকথা’, ‘জয় বাবা লোকনাথ’ ও ‘জয়ী’ এই পাঁচ টপারের পরে রয়েছে নীচে উল্লেখিত এই ধারাবাহিকগুলি—
ষষ্ঠ— ‘ফাগুন বউ’ (৭.২)
সপ্তম— ‘দেবী চৌধুরাণী’ (৬.৮)
অষ্টম— ‘সাত ভাই চম্পা’ ও ‘সীমারেখা’ (৬.৩)
নবম— ‘কে আপন কে পর’ (৬.১)
দশম— ‘অন্দরমহল’ (৫.০)