অপ্রতিরোধ্য ‘শ্যামা’ মেয়ে। এই সপ্তাহেও বাংলা টেলিভিশনের ১৫ + আরবান টিআরপি তালিকায় সেরার সেরা ‘কৃষ্ণকলি’ (১০.৪)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে আরও দুই নারীর গল্প— ‘বকুলকথা’ (৯.৬) ও ‘করুণাময়ী রাণী রাসমণি’ (৯.৫)। গল্প যেভাবে এগোচ্ছে,তাতে মনে হয় আরও বেশ কিছু সপ্তাহ টিআরপি সেরা থাকবে এই ধারাবাহিক।
চতুর্থ স্থানে রয়েছে দর্শকের প্রিয় ভক্তিমূলক বায়োপিক ‘জয় বাবা লোকনাথ’ (৯.০)। অর্থাৎ প্রথম স্থানে ‘কৃষ্ণকলি’-কে বাদ দিলে তার পরের তিনটি স্থানে যে ধারাবাহিকগুলি রয়েছে, টিআরপি-র নিরিখে তাদের মধ্যে রেটিংয়ের খুব হেরফের নেই। যে কোনও মুহূর্তেই কেউ কাউকে ছাপিয়ে যেতে পারে।
পঞ্চম স্থানে রয়েছে ‘জয়ী’ (৮.৮)। গল্প আরও জমে উঠেছে এবং ভিউয়ারশিপ ধরে রেখেছে এই ধারাবাহিক। তবে উল্লেখযোগ্য ভাবে তালিকায় পিছিয়ে পড়েছে ‘সাত ভাই চম্পা’। অন্যদিকে আগের দু’ সপ্তাহ স্টার জলসা-র চ্যানেল-সেরা হওয়ার পরে আবারও একটু পিছিয়ে যেতে হয়েছে ‘দেবী চৌধুরাণী’-কে। ওই চ্যানেলের টপার এই সপ্তাহে ‘ফাগুন বউ’।
নীচে রইল এই সপ্তাহের টিআরপি তালিকার সেরা দশের বাকি ধারাবাহিক ও তার রেটিং—
ষষ্ঠ— ‘সীমারেখা’ (৭.৫)
সপ্তম— ‘সাত ভাই চম্পা’ ও ‘ফাগুন বউ’ (৭.১)
অষ্টম— ‘দেবী চৌধুরাণী’ (৬.৪)
নবম— ‘কে আপন কে পর’ (৬.২)
দশম— ‘অন্দরমহল’ (৬.১)