পরিচালক মানব ভাল্লার প্রথম ছবি ‘লস্তম পস্তম’ বক্স অফিসে ভালই সাড়া ফেলেছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে প্রয়াত অভিনেতা ওম পুরীকে। ছবি জুড়ে স্টারকাস্ট না থাকলেও রয়েছে এক হৃদয়স্পর্শী গল্পের বুনোট। নবাগত বৈভব রয় এবং সমর ভার্মানির দুরন্ত কেমিস্ট্রিও এই ছবির বাড়তি রসদ।
সীমান্তের এপার-ওপারের টানটান সেন্টিমেন্টকে পুঁজি করেই ‘লস্তম পস্তম’ ছবিটি বক্স অফিসে সাফল্য কুড়িয়েছে।
‘লস্তম পস্তম’ ছবিটি মুক্তি পেয়েছিল ফ্রেন্ডশিপ ডে ও ইন্ডিপেন্ডেন্স ডে-র মাঝখানে। বন্ধুত্ব ও দেশপ্রেম— এই দুই উপাদানই এই ছবির মূলে।
ছবিতে একজন ভারতীয় ও একজন পাকিস্তানী, দুই বন্ধুর বন্ধুত্ব দেখানো হয়েছে। একদম অন্য বিষয়ের এই ছবি দর্শকদের মন ভরাতে সক্ষম হচ্ছে। ছবির টাইটেল সংও এই মুহূর্তে ভাইরাল।