‘মিঞা বিবি রাজি তো কেয়া করেগা কাজি?’
তবে কাজি কিছু করতেও না পারলেও সীমান্ত অনেক কিছুই করতে পারে। বিশেষত সে সীমান্ত যদি হয় ভারত পাকিস্তানের। তেমনই এক কাঁটাতারের দুধারের গল্প নিয়ে তৈরি ছবি ‘লস্তাম পাস্তাম’।
পরিচালক মানব ভাল্লার প্রথম ছবি নিয়ে প্রত্যাশা তুঙ্গে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রয়াত অভিনেতা ওম পুরিকে। ছবি জুড়ে স্টারকাস্ট না থাকলেও রয়েছে এক হৃদয়স্পর্শী গল্পের বুনোট। নবাগত বৈভব রয় এবং সমর ভার্মানির এর দুরন্ত কেমিস্ট্রিও এই ছবির বাড়তি রসদ।
দেখুন ছবির ট্রেলার
হালফিলে আলিয়া ভাট অভিনীত ‘রাজি’-ও এপার ওপারের টানটান সেন্টিমেন্টকে পুঁজি করেই বক্স অফিসে সাফল্য কুড়িয়েছে। সেই একই ছকে ‘লস্তাম পাস্তাম’-ও দাগ কাটবে দর্শক মনে আশা পরিচালক মানব ভাল্লার।