বরাবরই ব্যতিক্রমী অভিনেত্রী লিজা হ্যাডন। এবার এক সাহসী ফোটোশ্যুট করে আবার খবরে মডেল অভিনেত্রী।
সম্প্রতি বলিউডের জনপ্রিয় ফোটোগ্রাফার ডাব্বু রত্নানির সঙ্গে একটি ফোটোশ্যুট করেন লিজা। ছবিতে দেখা যাচ্ছে, লিজা একটি কোমোডের উপরে বসে রয়েছেন। নিজের শরীর বই দিয়ে ঢেকে রেখেছেন লিজা। ছবিটি ডাব্বু রত্নানিই তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন।
তবে ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনের নিন্দার মুখে পড়তে হয় লিজা ও ডাব্বু দু’জনকেই। কেউ কমেন্ট করেন, ‘‘শুধু এটাই দেখা বাকি ছিল।’’ একজন কমেন্ট করেন, ‘‘ফোটোগ্রাফির নামে যথেচ্ছাচার।’’
তবে নিন্দুকদের কথায় কান দেননি মডেল বা ফোটোগ্রাফার কেউই। ছবিটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
তবে এই প্রথম না। বিকিনি পরে ‘বেবি বাম্প’-এর ছবি পোস্ট করে মা হতে চলার খবর জানিয়েও এর আগে বিতর্কের মুখে পড়তে হয়েছিল লিজা হ্যাডেনকে। তবে এ সবে কর্ণপাত না করে লিজা আছেন নিজের মতোই!