অক্ষয় রায় পরিচালিত ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে বাঙালি যোগ যেন বেড়েই চলেছে! কয়েকদিন আগে খবর পাওয়া গিয়েছিল, অপরাজিতা আঢ্যকে কাস্ট করা হচ্ছে ছবির নায়ক আয়ুষ্মান খুরানার মা হিসেবে।
এখন যোগ হয়েছে খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, কমলিকা মুখোপাধ্যায়দের নামও। ‘যশ রাজ ফিল্মস’এর তরফ থেকে জানানো হয়েছে, কলকাতায় শ্যুটিং শুরু আগামী ১২ মে। শহরের উত্তর ও দক্ষিণ— দুই অংশেই হবে শ্যুটিং।
রজতাভ দত্ত।
অবশ্য শ্যুটিং শুরু হওয়ার আগে নাকি উত্তর কলকাতায় একটি প্রোমোশনাল শ্যুটের কাজও করবেন আয়ুষ্মান। ছবির জন্য ভালই খাটছেন তিনি। বাঙালি ছেলের ভূমিকায় অভিনয় করছেন। সেজন্য দিল্লি এবং কলকাতার দু’জন অধ্যাপকের কাছ থেকে বাংলার তালিমও নিচ্ছেন মন দিয়ে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন পরিণীতি চোপড়া।