ছোট পর্দার খুবই পরিচিতি মুখ তিনি। ‘কিউকি সাস ভি কভি বহু থি’র মতো জনপ্রিয় টেলি সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন মৌনী রায়।
শুধু সিরিয়ালই নয়, বেশ কিছু রিয়্যালিটি শোয়েও দেখা গিয়েছে মৌনীকে। এবং ২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবি দিয়ে ডেব্যু করেন বলিউডে। তাঁর আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ব্রহ্মাস্ত্র’। এবং এই ছবির পরিচালক, অয়ন মুখোপাধ্যাকে নিয়েই শুরু হয়েছে জল্পনা।
বলিউডে বেশ কিছু দিন ধরেই গুজব ছড়িয়েছে মৌনী ও অয়নকে ঘিরে। যদিও এ যাবৎ দু’জনে পরস্পরকে ‘ভাল বন্ধু’ বলেই কাটিয়ে দিয়েছেন। কিন্তু ভ্যালেন্টাইস উইক শুরু হতেই লুকোচুরি শেষ করলেন স্বয়ং মৌনী। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যার ক্যাপশন থেকে স্পষ্টই বোঝা গিয়েছে বঙ্গললনার মনের কথা। দেখুন ‘ভাল বন্ধু’ অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে মৌনী রায়ের সেই ছবি—