সব চরিত্রই যে কোনও অভিনেত্রীর কাছে চ্যালেঞ্জিং কিন্তু ‘দেবী’-রূপে পর্দায় আসা সব সময়েই অন্য যে কোনও চরিত্র চিত্রণের চেয়েই কঠিন। কারণ প্রথম দর্শনে দর্শকের কাছে ওই রূপে গ্রহণযোগ্য হওয়াটাই বড় চ্যালেঞ্জ, বিশেষ করে সেই দেবী যদি হন ‘তারা মা’। কারণ তিনি অন্য সব দেবীদের চেয়ে অনেক বেশি রহস্যময়ী।
বাংলা টেলিভিশনে অবশ্য এর আগে বেশ কয়েকজন অভিনেত্রী-কে দর্শক দেখেছেন তারা মায়ের রূপে। বিশেষ করে উল্লেখযোগ্য কালারস বাংলার ধারাবাহিক ‘বামাক্ষ্যাপা’-তে সমতা দাস। এবার তারা মায়ের ভূমিকায় পর্দায় আসছেন টেলি-দর্শকের প্রিয় অভিনেত্রী নবনীতা দাস।
এখনও পর্যন্ত নবনীতা-অভিনীত সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্রটি ছিল ‘দীপ জ্বেলে যাই’ ধারাবাহিকের দিয়া। খুবই সংবেদনশীল অভিনয়ে দর্শকের প্রিয়পাত্রী তিনি। আশা করা যায় তারা মায়ের রূপেও দর্শকের ভাল লাগবে তাঁকে। স্টার জলসা-র নতুন ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ নবনীতাই হলেন তারা মা। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে রাত দশটার স্লটে শুরু হচ্ছে এই ধারাবাহিক।