কথায় যা বলা যায় না, তা সহজেই গানের মাধ্যমে বলে দেওয়া যায়। সে প্রেমিককে প্রেম নিবেদন করাই হোক বা সমাজে চলা কোনও অনাচারের বিরুদ্ধে উদাত্ত কন্ঠে সরব হওয়া। গানের ভেলায় ভর করেই পৌঁছে দেওয়া যায় অনেক বার্তা। সেরকমই পরিবর্তনের প্রবণতাকে গানের মাধ্যমে প্রশ্নের মুখে দাঁড় করাল বাংলা ব্যান্ড ‘ইবন বতুতা ও তাতার’।
গানটির নাম ক্যালাইডোস্কোপ। ব্যান্ডের ভোকালিস্ট ঋষভকে গানটির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি এবেলা.ইন-কে জানান, মানুষের মধ্যে দিন দিন সহনশীলতা কমছে। কাজের ক্ষেত্র হোক, বন্ধুত্ব হোক বা প্রেম, অল্পেতেই অধৈর্য হয়ে পড়ছে মানুষ। কারণ মানুষের কাছে এখন অনেক অপশন। তাই এক জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে দ্বিতীয় বার ভাবে না তারা।
‘ইবন বতুতা ও তাতার’-এর এই নতুন গানটিতে এরকম পরিস্থিতির কথা উঠে আসে।
প্রসঙ্গত, ২০০৬-এ ‘ব্যান্ড-এ-মাতরম’ সিজন ৬-এ বিজেতা ছিল ‘ইবন বতুতা ও তাতার’।