তিনি ভোজপুরি ফিলম দুনিয়ার অন্যতম দামি অভিনেত্রী। এরই মধ্যে ১২৫টি ছবি করা হয়ে গিয়েছে। তাঁর পারিশ্রমিক আকাশছোঁয়া। কেবল ভোজপুরিই নয়, সেই সঙ্গে হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল, ওড়িয়া, এমনকী বাংলার বিনোদন জগতেও কাজ করেছেন মোনালিসা। বাঙালির কাছে তিনি ‘ঝুমা বউদি’। ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে তাঁর আবেদনময় চরিত্র চিত্রণে মাত হয়েছিল বাঙালি যুবা হৃদয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্ত অগণিত। তাঁর শেয়ার করা ছবি বা ভিডিও নেটিজেনদের খুবই পছন্দ।
এবার তিনি শেয়ার করলেন একটি ভিডিও। এখনও পর্যন্ত ১৮ ঘণ্টাতেই প্রায় লাখ খানেক মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। ভিডিওতে তাঁকে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে, বলতে গেলে উড়ে যেতে দেখা যাচ্ছে। অবশ্যই কাঁধে দড়ি লাগানো রয়েছে।
ছবির সঙ্গে মোনালিসার দেওয়া ক্যাপশন থেকে জানা যাচ্ছে ধারাবাহিক ‘নজর’-এর শ্যুটিংয়েরই অংশ ওই ভিডিও। প্রসঙ্গত, ওই সিরিয়ালে খলনায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে।