অভিনেত্রী পাওলি দামকে এবার দেখা যাবে বাংলা ওয়েব সিরিজে। টলিপাড়া সূত্রের খবর, ২২ অগস্ট থেকে শুরু হয়েছে জি ফাইভ-এর প্রথম বাংলা অরিজিনাল ওয়েব সিরিজের শ্যুটিং এবং সেই সিরিজেই মুখ্য ভূমিকায় রয়েছেন পাওলি দাম।
ওই সিরিজে পাওলি দাম ছাড়াও প্রধান চরিত্রে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। টলিপাড়া সূত্রের খবর অনুযায়ী, সিরিজটি প্রযোজনা করছে রোডশো মুভিজ। প্রযোজক অরিত্র সেন ও পরমব্রত চট্টোপাধ্যায়। এগজিকিউটিভ প্রোডিউসার আকাশ ঘোষ।
তবে এই সিরিজে পরিচালকের ভূমিকায় দেখা যাবে না পরমব্রতকে। শোনা গিয়েছে, ‘ক্ষ্যাপা’ ওয়েব সিরিজের পরিচালক কোরক মুখোপাধ্যায় পরিচালনা করছেন সিরিজটি। সূত্রের খবর অনুযায়ী, কলকাতার বিভিন্ন লোকেশনে শ্য়ুটিং হওয়ার কথা।
এই প্রসঙ্গে প্রযোজক এবং অভিনেত্রীর সঙ্গে দূরভাষে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁদের দূরভাষে পাওয়া যায়নি।