‘আর আছে পোলাপান, এক খান এক খান।’ সেই ‘পোলাপান’ সিনেমায় আসতে চলেছে আইডিয়াজ-এর হাত ধরে।
হালফিলের কার্টুন চ্যানেলগুলির রমরমার আগে বাঙালির ছোটবেলা মজে ছিল ‘গুপি-বাঘা’র নানা কেরামতিতে। সত্যজিৎ রায়ের হাত ধরেই শিশু মন জাদু-জুতো আর হাততালি দিয়ে পৌঁছে গিয়েছে শুণ্ডি বা হীরক রাজার দেশে। কিন্তু তার পর কেটে গিয়েছে অনেকটা সময়। এবার জেনারেশন ওয়াইয়ের জন্য আবার সিনেমার পর্দায় ফিরতে চলেছে ‘গুপি-বাঘা’র নতুন প্রজন্ম। ‘গুগাবাবা’র সেই বিখ্যাত গান সকেলরই চেনা— 'আর আছে পোলাপান, এক খান এক খান।' সেই পোলাপানই এবার আসছে ছবির পর্দায়।
গল্পের স্বত্ত্ব কিনে ফেলেছে আইডিয়াজ প্রোডাকশন হাউস। তবে পরিচালক কে হবে, তা এখনও ঠিক হয়নি।
ছবির পরিকল্পনা একদম প্রাথমিক পর্যায়ে। তাই খুব বেশি কিছু এখনই বলতে রাজি নন আইডিয়াজ প্রোডাকশন-এর কর্ণধার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ ‘গুগাবাবা’য়। তাই বাঙালি যে তাদের প্রত্যাবর্তনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে, তা বলাই বাহুল্য।