ইউটিউবে মুক্তি পেল ‘প্রিটি গার্ল’ গানটি। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউবে ঝড় তুলেছে এই গানটি।
ভিডিওটিতে নজর কেড়েছেন বাঙালি অভিনেত্রী মালবিকা বন্দ্যোপাধ্যায়। গানটিতে কণিকা কপূরের সঙ্গে গেয়েছেন ইক্কাও। ইক্কা গানের র্যাপ অংশটি গেয়েছেন। গানটি লিখেছেন সাবির আহমেদ। গানটি পরিচালনা করেছেন শাবিনা খান।
দেখুন ভিডিও—
বছরের গোড়াতে একটি মিউজিক ভিডিওর মধ্যে দিয়ে মুম্বইয়ে কাজ শুরু মালবিকার। ‘দিলবর’ নামের সেই মিউজিক ভিডিওটিও ঝড় তুলেছিল আবির্ভাবের পরেই।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘মিস্টার ফানটুশ’-এর মধ্যে দিয়ে অভিনয় দুনিয়ায় আত্মপ্রকাশ করেন মালবিকা। পরে বুদ্ধদেব দাশগুপ্তের ‘টোপ’, সুব্রত সেনের ‘সাদা ক্যানভাস’-এ তাঁর অভিনয় সকলের নজর কাড়ে। পাশাপাশি ওড়িয়া ও দক্ষিণী ছবিতেও তাঁর অভিনয় মন জিতেছে দর্শকদের। এবার মুম্বইতেও তিনি ঝড় তুলে দিলেন।