দিন কয়েক আগেই কলকাতা থেকে গুয়াহাটি গিয়েছেন পূজারিনি ঘোষ। উদ্দেশ্য কাজ এবং ভ্রমণ। একটি শর্ট ফিল্মের শ্য়ুটিং চলছে সেখানে, পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ মিটিংও রয়েছে। এই সব নিয়ে ব্য়স্ততার ফাঁকেই টুক করে ঘুরে এলেন মাহি-র জিম থেকে। মাহি-র জিম অর্থাৎ ‘ফিট সেভেন’। বেশ অনেকদিন হল এই ফিটনেস লাইনটি শুরু করেছেন এম এস ধোনি। পটনা-সহ একাধিক শহরে রয়েছে এই জিম সেন্টার।
‘‘ওরা জানতে পেরেছিল যে আমি এখানে এসেছি কাজে। জিম থেকেই আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে আমন্ত্রণ জানায়। আমার এক্সপিরিয়েন্স এককথায় অ্যামেজিং’’, গুয়াহাটি থেকে এবেলা ওয়েবসাইটকে জানালেন পূজারিনি। গুয়াহাটির এই জিমটি ৭০০০ স্কোয়্যার ফিটেরও বেশি জায়গা নিয়ে তৈরি। তাক লাগার মতো অত্য়াধুনিক যন্ত্রপাতি রয়েছে সেখানে। গুয়াহাটির জিম সেন্টারটি যদিও খুব বেশিদিন শুরু হয়নি তবে এর মধ্য়েই সেখানকার তরুণ প্রজন্মের মধ্যে যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তা জিমের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বোঝা যায়।
জিমের ইন্টিরিয়রও দারুণ। মাহি-র জিম যখন তখন মাহি-র ছবি তো থাকবেই। ‘‘আমি এখানে যা যা ইকুইপমেন্ট দেখলাম অত কিছু আমি কলকাতার জিমে পাইনি। আর এখানকার ট্রেনাররাও অ্যামেজিং। পার্সোনাল ট্রেনিং সেশনও করেছি আমি। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা’’, বললেন অভিনেত্রী। হয়তো আরও অনেক অত্যাধুনিক জিম রয়েছে বা হবে কিন্তু যাঁরা ক্রিকেটভক্ত এবং বিশেষ করে ধোনি-ভক্ত, তাঁদের কাছে সব সময়েই খুব স্পেশাল থাকবে ‘ফিট ৭’।