জনপ্রিয় অভিনেতা, কপূর পরিবারের উজ্জ্বল সদস্য ঋষি কপূর কি ক্যানসারে আক্রান্ত? এই মুহূর্তে এই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। জানা গিয়েছে, চিকিৎসার কারণে ঋষি ও তাঁর স্ত্রী নিতু কপূর এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে। মা কৃষ্ণা রাজ কপূরের অন্ত্যেষ্টিতে ঋষি ও নিতুর অনুপস্থিতি সকলেরই নজরে আসে। তার পর থেকেই খবর ছড়াতে থাকে, ৬৬ বছর বয়সি অভিনেতা ক্যানসারে আক্রান্ত। আর সেই বিষয়ক চিকিৎসা করাতেই তিনি সস্ত্রীক মার্কিন দেশে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ঋষির বড় ভাই রণধীর কপূর। তিনি জানিয়েছেন, ঋষি অসুস্থ, একথা সত্য। কিন্তু তাঁর ক্যানসার হয়েছে, এই তথ্যের কোনও ভিত্তি নেই। ঋষি নিজেই জানেন না, তাঁর কী হয়েছে। রোগ নির্ণয় করতেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে। এমতাবস্থায় কী করে লোকে ক্যানসারের গুজব রটায় ও তা প্রচার করে?
অন্য দিকে, পরিবারের বরিষ্ঠ সদস্য কৃষ্ণা রাজ কপূরের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় নিতু কপূর এক মর্মস্পর্শী বার্তা দেন। তিনি জানান, তাঁর জীবনে কৃষ্ণা রাজের প্রভাব ছিল অপরিসীম। আপাতত বলিউড ঋষির আরোগ্য কামনা করছে। প্রিয় অভিনেতা সুস্থ হয়ে ফিরে আসুন, এই কামনা তাঁর ভক্তদেরও।