বাংলা টেলিভিশনে টানা কয়েক মাস শীর্ষ থাকার রেকর্ড বহু ধারাবাহিকেরই রয়েছে। সেই তালিকায় অবশ্যই উজ্জ্বল থাকবে ‘কৃষ্ণকলি’-র নাম। ২২ সপ্তাহ ১৫+ আরবান টিআরপি তালিকার শীর্ষে থাকার পরে শেষমেশ সরে যেতে হল দ্বিতীয় স্থানে কারণ এই সপ্তাহ আবারও তার হারানো সর্বোচ্চ স্থান পুনরুদ্ধার করেছে ‘করুণাময়ী রাণী রাসমণি’ ১২.৬ রেটিং নিয়ে। এই সপ্তাহে ‘কৃষ্ণকলি’-র রেটিং ১১.৯।
তৃতীয় স্থানে রয়েছে ‘জয়ী’ (৯.৬)। এই সপ্তাহের তালিকায় চতুর্থ স্থানটি বেশ জমজমাট। একসঙ্গে তিনটি হেভিওয়েট ধারাবাহিক রয়েছে ৮.৯ রেটিং নিয়ে— ‘দেবী চৌধুরাণী’, ‘জয় বাবা লোকনাথ’ ও ‘বকুলকথা’। পঞ্চম স্থানে রয়েছে ‘কে আপন কে পর’ (৭.৪)
এই সপ্তাহের টিআরপি রেটিং থেকে আরও একটা বিষয় স্পষ্ট যে স্টার জলসা-র ধারাবাহিকের ভিউয়ারশিপ অনেকটা বেড়েছে। এবারের তালিকার সেরা দশে স্টার জলসা-র চারটি ধারাবাহিক রয়েছে— ‘দেবী চৌধুরাণী’, ‘কে আপন কে পর’, ‘ফাগুন বউ’ ও ‘ইরাবতীর চুপকথা’।
এছাড়া বিশেষ উল্লেখযোগ্য ‘রানু পেল লটারি’-র রেটিং। প্রথম সপ্তাহেই রেটিং স্পর্শ করল ৬.৯। ধারাবাহিকের গতিপ্রকৃতি দেখে মনে হয় আর কয়েক সপ্তাহেই সেরা পাঁচে উঠে আসতে পারে এই ধারাবাহিক। নীচে রইল এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক ও তার রেটিং—
ষষ্ঠ— ‘ফাগুন বউ’, ‘নকশিকাঁথা’ (৭.২)
সপ্তম— ‘রানু পেল লটারি’ (৬.৯)
অষ্টম— ‘ইরাবতীর চুপকথা’ (৬.৭)
নবম— ‘সাত ভাই চম্পা’ (৬.২)
দশম— ‘সীমারেখা’ (৬.১)