SEND FEEDBACK

English
Bengali

সলমন-শাহরুখদের ‘মা’ হিসেবে বিখ্যাত। চলে গেলেন রিমা লাগু

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | মে ১৮, ২০১৭
Share it on
সলমন খান হোন বা শাহরুখ খান, অথবা মাধুরী দীক্ষিত। পর্দায় তাঁদের মা হিসেবে রীমার অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল।

বলিউডের মা-এর চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত রিমা লাগু প্রয়াত হলেন। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৫৯ বছর বয়সি এই অভিনেত্রীর। 

বুধবার রাতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন রিমা। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের অন্যতম সিনিয়র এই অভিনেত্রী।

১৯৭০-এর দশকের শেষ দিকে এবং আশির দশকের শুরুতে হিন্দি এবং মরাঠি ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন রিমা। গত দু’-তিন দশকে বলিউডে মায়ের চরিত্রে রিমাই ছিলেন প্রথম পছন্দ। সলমন খান হোন বা শাহরুখ খান, অথবা মাধুরী দীক্ষিত। পর্দায় তাঁদের মা হিসেবে রিমার অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল। ‘আশিকি’, ‘সাজন’, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কউন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কল হো না হো’-র মতো বলিউডের অসংখ্য হিট ছবিতে নায়ক-নায়িকাদের মায়ের চরিত্রে দেখা গিয়েছে রিমাকে। এছাড়াও টেলিভিশনে ‘তু তু ম্যাঁয় ম্যাঁয়’, ‘শ্রীমান শ্রীমতী’-র মতো জনপ্রিয় সিরিয়ালেও অভিনয় করেছেন রিমা। 

রিমার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়াতেও অসংখ্য ভক্ত তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

Reema Lagoo Actress Shah Rukh Khan Salman Khan
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -