জনপ্রিয় অভিনেত্রী রূপসা চক্রবর্তীকে অভিনয়ের পাশাপাশি সামলাতে হয় সংসারের যাবতীয় দায়িত্ব। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের স্বনামধন্য প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী তিনি। এই সুখী দম্পতির ছেলে রূপস্নাতর উপনয়ন অনুষ্ঠিত হল সম্প্রতি।
ছবি: রূপসা চক্রবর্তী ও সঞ্চারী দাসের ফেসবুক পেজ থেকে
রূপস্নাত টেলিজগতের সকলেরই অত্যন্ত প্রিয়পাত্র তাঁর সুন্দর ব্যবহার এবং মেধার জন্য। গত ২৭ মার্চ রূপসা ও স্নেহাশিস চক্রবর্তীর বাড়িতে তিথি মেনেই অনুষ্ঠিত হল যাবতীয় আচার। রিসেপশনটা ছিল গতকাল অর্থাৎ ১ এপ্রিল কলকাতার একটি নামকরা ব্যাঙ্কোয়েটে।
উপনয়নের কার্ড সৌজন্য: লাবণী ভট্টাচার্য
তবে রূপস্নাত নয়, ‘ম্য়াঙ্গো’ নামেই পরিচিত সে এই জগতে। তার উপনয়ন উপলক্ষে ‘বাক্সবদল’-অভিনেত্রী তন্বী লাহা রায় মিষ্টি একটি ভিডিও তৈরি করে পাঠিয়েছেন রূপসাকে।
অভিনেত্রী তন্বী লাহা রায়। ছবি: তন্বীর ফেসবুক পেজ থেকে
রূপস্নাতর ছোটবেলা থেকে আজকের উপনয়নের ছবি— সবটাই ধরা পড়েছে এই ছোট্ট ভিডিওতে। তন্বীর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রূপসা এবং লিখেছেন যে মাতৃত্ব সত্যিই এক আশীর্বাদ। দেখে নিতে পারেন ভিডিওটি নীচের লিঙ্কে ক্লিক করে—