ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। তাঁদের প্রেম, এবং পরে তাঁদের বিচ্ছেদ নিয়ে অনেক আলোচনাই হয়েছে ভারতের এন্টারটেনমেন্ট জগতে। শোনা যায়, ঐশ্বর্যার সঙ্গে ব্রেক আপ হয়ে যাওয়ার পরে সলমন নাকি তাঁকে নানা ভাবে উত্যক্তও করেছিলেন। এমনকী, পরবর্তীকালে অন্য কোনও পুরুষ যখনই ঐশ্বর্যার কাছাকাছি এসেছেন, তখন তাঁরাও সলমনের রোষের শিকার হয়েছেন। কিন্তু সেসব বিগত অধ্যায়। আজ আর দু’জনের মধ্যে প্রেম বা তিক্ততা— কোনও কিছুই নেই। সলমন নিজের জগতে নিয়ে ব্যস্ত। আর ঐশ্বর্যা নিজের সংসার ও অন্যান্য কাজেকর্মে মজে রয়েছেন। কিন্তু সম্প্রতি নিজের পুরনো প্রেমিকা ঐশ্বর্যার প্রতিই এক পরোক্ষ বার্তা ছুঁড়ে দিয়েছেন সলমন। অন্তত এমনটাই মনে করছে বলিউড সম্পর্কে ওয়াকিবহাল মহল।
আসলে হয়েছে কী, বর্তমানে ‘শিবায়’ আর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির রিলিজ নিয়ে বলিউ়ড দুই ভাগে বিভক্ত। একই দিনে রিলিজ করেছে ছবি দু’টি। একটিতে নায়ক হিসেবে রয়েছেন অজয় দেবগন। আর ‘অ্যায় দিল...’-এ তো তারকার মেলা— রণবীর, অনুষ্কা, ঐশ্বর্যা, ফাওয়াদ খান। এমনকী একটি ছোট রোলে রয়েছেন শাহরুখও। সবমিলিয়ে দু’টি ছবিই বড় ব্যানারের। একই দিনে রিলিজ করার কারণে ছবি দু’টির মধ্যে হাড্ডাহাড্ডি বাণিজ্যিক লড়াই হবে বলেই মনে করছেন বলিউড বিশেষজ্ঞরা। আর হিন্দি ছবির ভক্তরা কেউ নিয়েছেন ‘শিবায়’-এর পক্ষ, তো কেউ ‘অ্যায় দিল...’কে সমর্থন করছেন।
এর মধ্যে সল্লু মিয়াঁ, অর্থাৎ সলমন, কোনও একটি পক্ষ অবলম্বন করতে নারাজ। তিনি ছবি দু’টি রিলিজের দিনে ‘শিবায়’ এবং ‘অ্যায় দিল...’— উভয়কেই শুভেচ্ছা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘বেস্ট অফ লাক’। আর লিখবেন না-ই বা কেন? হাজার হোক, অজয় দেবগন, আর ‘অ্যায় দিল...’-এর পরিচালক কর্ণ জোহর দু’জনেই সলমনের অত্যন্ত ভাল বন্ধু। দুই বন্ধুর মধ্যে তাই আর কোনও পার্থক্য রাখেননি তিনি।
কিন্তু অনেকেই ব্যাপারটার মধ্যে অন্য রকম গন্ধ পাচ্ছেন। ‘শিবায়’কে শুভেচ্ছা জানিয়েছেন সলমন, তাতে অস্বাভাবিক কিছু দেখছেন না তাঁরা। কিন্তু তা বলে ‘অ্যায় দিল...’কে শুভেচ্ছা জানালেন সলমন’! হাজার হোক, ঐশ্বর্যা বা রণবীর কারোর সঙ্গেই তো সলমনের সম্পর্ক ভালো না। ঐশ্বর্যার সঙ্গে তাঁর অতীত তো রীতিমতো কলঙ্কজনক। তারপরেও তাঁদের অভিনীত ছবিকে শুভেচ্ছা জানালেন সলমন!
অনেকের মতে, এটা সলমনের দরাজ মনের পরিচয়। আবার অনেকে বলছেন, আসলে ঐশ্বর্যার প্রতি সলমনের প্রেমের সবটুকু এখনও অন্তর্হিত হয়নি। এখনও সলমন মনে মনে ঐশ্বর্যাকে ভালবাসেন, আর সেই কারণেই ঐশ্বর্যার ‘কামব্যাক’ ফিল্মের রিলিজের দিন সেই ফিল্মকে শুভেচ্ছা জানানোর আড়ালে খোদ ঐশ্বর্যাকেই শুভেচ্ছা জানালেন তিনি। প্রকৃত ঘটনা যে কী, তা জানেন কেবল খোদ সলমন।