চলতি বছরের জুন মাসে রিলিজ হওয়া বায়োপিকে দেখা গিয়েছিল তাঁর উন্মাদনার মাত্রা। তবে সিনেমা নয়, বাস্তবের ঘটনাও প্রমাণ করল সঞ্জুবাবা আজও পুরোপুরি বদলাননি। দীপাবলিতে সন্ধেয় মুখ পুড়ল সঞ্জুবাবার। ভাইরাল হলো দীপাবলির রাতে তাঁর দুর্ব্যবহারের ভিডিও।
দীপাবলির দিন অন্যান্য বারের মতো এবারেও সঞ্জয় দত্তর বাড়ির সামনে হাজির হন সাংবাদিকরা। উদ্দেশ্য ছিল, যদি সঞ্জু-মান্যতার দেওয়ালি উদযাপনের কিছু ছবি পাওয়া যায়।
ভিডিওটিতে দেখা যায়, সঞ্জুবাবা এক হাত নিচ্ছেন সাংবাদিকদের। জড়ানো গলায় সাংবাদিকদের বলছেন, ‘‘দয়া করে এবার নিজেদের বাড়ি যাও। নিজেদের দীপাবলি পালন করো।’’ সঙ্গে চলতে থাকে অশ্রাব্য গালিগালাজ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সময় সঞ্জয় দত্ত মদ্যপ অবস্থায় ছিলেন।
প্রসঙ্গত, প্রথমে ভিডিওর একটি অংশ টুইটারে ভাইরাল হয়েছিল, যাতে সঞ্জয় দত্তর অভব্যতা ধরা পড়ে। পরে পুরো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতে দেখা যায়, সঞ্জুবাবা সপরিবারে সাংবাদিকদের সামনে এসেছেন। যথেষ্ট সময় দিয়েছেন। তাঁর ছেলে সাহারান সাংবাদিকদের জিজ্ঞেস করে, তাঁরা কিছু খাবেন কি না। সবাইকে বিদায় জানানোর পরেও কিছু সাংবাদিক থেকে গেলে ক্ষেপে যান সঞ্জুবাবা। নিজের বাড়ি যেতে বলে তিনি গালাগাল করতে শুরু করেন ওই সাংবাদিকদের।
দেখুন গোটা ঘটনার ভিডিও:
অন্য দিকে, এই দীপাবলিতেই মান্যতা ইনস্টাগ্রামে তাঁর পরিবারের ছবি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।