বিগ বসের বাড়িতে প্রতি নিয়তই চলছে হাই ভোলটেজ ড্রামা। বহু ক্যাটফাইটের পরে অবশেষে ফাইনালিস্টদের মধ্যে জায়গা করে নিয়েছেন হিনা খান, শিল্পা শিন্দে, আকাশ দাদলানি, পুনিশ শর্মা এবং বিকাশ গুপ্ত। গত সপ্তাহেই বিগ বসের বাড়িকে বিদায় জানিয়েছেন লব ত্যাগী। অবশ্য বাইরে বেরোতেই বন্ধুত্বের আসল রং দেখিয়ে দিয়েছন লব।বাড়ি ছাড়া মাত্রই পাল্টি খেলেন হিনা খানের শেষ অবলম্বন। শিল্পা শিন্দের জন্য শেষমেশ সঙ্গ ছাড়লেন হিনার।
শিল্পা শিন্দেই জিততে পারেন বিগ বস— এলিমিনেট হওয়ার পরে এমনই বক্তব্য লবের। শো চলাকালীন নাকি অন্যদের তুলনায় অনেক ভাল পারফরমেন্স ছিল শিল্পার। লাইভ ভোটিং-এও তাঁর অনুগামীদের সংখ্যা হিনার ভক্তদের তুলনায় বেশ কিছুটা এগিয়ে ছিল। তাই শিল্পার জেতার সম্ভাবনাই বেশি, এক সর্বভারতীয় বিনোদনমাধ্যমকে এমনই জানিয়েছেন লব।
লব ত্যাগী (চিত্র সৌজন্যে ফেসবুক)
শো-এর বিজেতাকে নিয়ে গত কয়েক মাস ধরে চলছে অনেক জল্পনা। একদিকে যেমন পুনিশ এবং আকাশেরও জনপ্রিয়তা কম নয়, অন্যদিকে হিন্দি ধারাবাহিকের দুই নায়িকার মধ্যেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বিকাশও পিছনে পড়ে নেই কোনও অংশে।
কিন্তু হঠাৎ প্রিয় বান্ধবীর পক্ষপাতিত্ব ছেড়ে শিল্পার আঁচল ধরলেন কেন লব? তবে কি শিল্পার জেতার কথা শুধুই লবের ভবিষ্যদ্বাণী? নাকি আগে থেকেই সবটপকপ ঠিক করা? এ সবই জানা যাবে আগামী সপ্তাহে।