পুনরায় প্রেম উঁকি মারছে সিদ্ধার্থ মালহোত্রর জীবনে। দীর্ঘদিনের প্রিয় বন্ধু আলিয়া ভট্টের সঙ্গে গতবছরেই তাঁর সম্পর্ক বিচ্ছেদ ঘটেছে। ইতি পূর্বে বহুবার সম্পর্কে ভাঙন ধরলেও তা ছিল সাময়িক। তবে অবশেষে সিদ্ধার্থ-আলিয়া সম্পর্কের উপর কি দাঁড়ি টানলেন অভিনেতা? নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি, এমনই খবর প্রকাশ পেয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে।
গতকালই ৩৩ বছরে পা রেখেছেন সিদ্ধার্থ। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর গুরু কর্ণ জোহর সহ রূপোলি পর্দার বেশ কিছু পরিচিত মুখ। শুধু ছিলেন না আলিয়া। ‘ব্রেক-আপ’-এর জন্য পার্টিতে আমন্ত্রিত ছিলেন না তিনি এমনটাই অনুমান করা হয়েছিল প্রথমে। তবে শেষমেশ জানা গিয়েছে যে, পার্টিতে বার্থডে বয়ের ‘নতুন প্রেমিকার’ উপস্থিতির জন্যই নাকি সেখানে আসেননি অভিনেত্রী।
সিদ্ধার্থ মলহোত্র। (ছবি : সিদ্ধার্থ মলহোত্রার ইন্সটাগ্রাম)
নতুন বান্ধবীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থাতেই দেখা গিয়েছে সিদ্ধার্থকে। ক্যামেরার নজর এড়াতে এই রহস্যময়ীকে গাড়ি করে নিজের বাড়িতেও নিয়ে যান তিনি। সেই মুহূর্তে মিডিয়ার ক্যামেরা তাঁদেরকে ঘিরে ফেলায় গাড়ি থেকে নেমে আসেন অভিনেতা। কিন্তু মেয়েটি গাড়ি থেকে নেমে ভিতরে যাওয়ার চেষ্টা করলে অভিনেতার সঙ্গীরা তাঁকে গাড়িতেই থাকতে বলেন।
ইতিপূর্বে একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানিয়েছিলেন যে, জীবনের একটি বড় সময় ‘দিল্লি বয়’ হিসাবে কাটানোর পরে ‘স্পটলাইট’-এ থেকে প্রেম করতে বেশ অসুবিধাই হয় তাঁর। কিন্তু তবুও আলিয়ার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি নিজের মুখে। নতুন বান্ধবীর নামও সামনে আসেনি এখনও।
আলিয়ার সঙ্গে সম্পর্ক থাকাকালীনও ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রেখেছিলেন সিদ্ধার্থ। তবে ক্যামেরাকে ফাঁকি দিতে না পারেননি বেশিদিন। সেইজন্যই কি এক্ষেত্রে প্রথম থেকেই এত সাবধানতা অবলম্বন করতে চাইছেন অভিনেতা? কে তাঁর নতুন ‘লেডিলাভ’? তারকা মহলের কেউ নাকি সম্পূর্ণ ভিন্ন জগতের কেউ? বলিউডের ‘জেন্টলম্যান’-কে নিয়ে জল্পনা এখন তুঙ্গে।