মারাত্মক অবস্থা গায়ক সোনু নিগমের। রেস্তোরাঁয় সি-ফুড খেয়ে এখন হাসপাতালে ভর্তি জনপ্রিয় এই গায়ক।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিজের ইনস্টা্গ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেই পোস্টেই তিনি জানান, ওড়িশার একটি রেস্তোরাঁ থেকে সি-ফুড খেতে গিয়েছিলেন তিনি। তার পরেই খারাপ অবস্থা হয়ে যায় ৪৮ বছর বয়স্ক এই গায়কের। এক চোখ ফুলে যায়, সারা শরীরে অ্যালার্জি দেখা দেয়। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় সোনু নিগমকে।
চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন সোনু। ডাক্তারদের ধন্যবাদও জানিয়েছেন এই গায়ক। সোনু নিগমে দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অসংখ্য ভক্তরা। ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী এই গায়কের সুস্থতা চেয়েও প্রার্থনা করেছেন বলিউডের তারকারা।