মারণ রোগের সঙ্গে পাঞ্জা লড়ছেন সোনালি বেন্দ্রে। নিউ ইয়র্কে এখন কেমোথেরাপি চলছে অভিনেত্রীর। ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর জীবনযাত্রার বিভিন্ন পর্যায়ের ছবি পোস্ট করেছেন সোনালি বেন্দ্রে।
আবারও একটি ছবি পোস্ট করলেন তিনি। লেখিকা শেরিল স্ট্রেড-এর একটি উক্তি উল্লেখ করে সোনালি একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে কেশহীনা সোনালি কাজল পড়ছেন।
তিনি লিখেছেন, ‘‘আমি জানতাম, আমি যদি ভয়কে আগে রাখি, তাহলে আমার যাত্রা শেষ হয়ে যেত।’’
সঙ্গে সোনালি বেন্দ্রে লেখেন, ‘‘শেষ কয়েক মাসে যেমন আমার খারাপ সময় গিয়েছে, তেমন ভাল সময়ও কেটেছে। ব্যথায় আমি খুব কষ্ট পেয়েছি। এমনকী, একটা সময় আঙুল তুলতেও আমার কষ্ট হতো। কখনও কখনও হাসতেও কষ্ট হতো আমার।’’
কেমোথেরাপির সময়ে বেশ কয়েকবার চোখেও জল এসেছে সোনালি। কিন্তু কষ্টে কখনও কাবু হননি সোনালি বেন্দ্রে। যত বার ব্যথায় ছটফট করেছেন, ততবার উঠে দাঁড়িয়ে ঠিক করেছেন ভয় না পেয়ে এগিয়ে যাবেন।