SEND FEEDBACK

English
Bengali

অক্ষয়ের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত সোনম

নিজস্ব প্রতিবেদন | জানুয়ারি ১১, ২০১৭
Share it on
আর বালকির পরবর্তী ছবি ‘প্যাডম্যান’এ অক্ষয় কুমরের বিপরীতে দেখা যাবে সোনম কপূরকে। নায়িকা নিজেই টুইট করে সেই খবর জানিয়েছেন।

 আর বালকির পরবর্তী ছবি ‘প্যাডম্যান’এ অক্ষয় কুমরের বিপরীতে দেখা যাবে সোনম কপূরকে। নায়িকা নিজেই টুইট করে সেই খবর জানিয়েছেন। 
‘প্যাডম্যান’ নিয়ে দর্শকের উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে! কিছুদিন আগেই অক্ষয় টুইট করে ছবির প্রথম লুক প্রকাশ করেছিলেন। এবার সোনম টুইটারে লিখলেন, ‘প্যাডম্যান’এর মতো একটা প্রজেক্টের অংশ হতে পেরে খুব খুশি আমি’। এর আগে ‘থ্যাংক ইউ’এ একসঙ্গে কাজ করেছিলেন অক্ষয়-সোনম। নতুন ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন মিসেস ফানিবোন্‌স টুইঙ্কল খন্না। শোনা যাচ্ছে, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাধিকা আপ্টেও।

Sonam Kapoor Akshay Kumar
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -