হইচই-তে চলছে ওয়েব সিরিজ ‘জাপানি টয়’-এর স্ট্রিমিং। ইতিমধ্যেই এই সিরিজটি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। এই পলিটিকাল স্য়াটায়ারটি আসলে সেই দর্শকের জন্য়, যাঁরা বিনোদন বলতে শুধুই আইটেম ডান্স আর ঢিনচ্যাক অ্যাকশন বোঝেন না। আবার ইন্টারনেটে যাঁরা নিয়মিত ব্যক্তিগত যৌনতার এমএমএস বা রেপ ভিডিও খুঁজে বেড়ান তাঁদের এই সিরিজটি দেখা ভীষণ জরুরি। পরিচালকের ক্ষুরধার ভাবনা এবং ট্রিটমেন্টে যদি তাঁদের ‘বোধ’-এর একটু উন্নতি হয়!
আসলে যৌনতা নিয়ে সামাজিক ট্যাবুই কিন্তু বিকৃতির জন্ম দেয়। আর সেই বিকৃতি ভাইরাল হয় খুব দ্রুত, দুষ্টচক্রের মতোই। কিন্তু যদি এমন কিছু ঘটে, এমন কিছু যা ঠিক উল্টে দেয় পরিস্থিতি? যদি যৌনতা নিয়ে সব ট্যাবু নিশ্চিহ্ন হয়, প্রত্যেক মানুষের হাতে এসে যায় এমন একটি ‘খেলনা’, যা মানুষকে যৌন অবদমনের থেকে মুক্তি দেয়, তাহলে ঠিক কেমন হয়?
ছবি সৌজন্য: ট্রিকস্টার
এই ভাবনা থেকেই অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী লিখেছেন চিত্রনাট্য। কিন্তু কলকাতায় শ্যুটিং করতে গিয়ে একটু সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে। সৌরভ জানালেন, ‘‘একটা শট ছিল, একটা স্বপ্নদৃশ্য। সেখানে জয় দেখছে, হুডখোলা জিপে করে যাচ্ছে। চারিদিকে প্রচুর লোক কাতারে কাতারে, চারিদিকে ব্যানারে লেখা ডিলডোকুমারকে আমরা চাই। স্বপ্নে সে দেখছে যে সে রাজনীতির ময়দানে ডিলডোকুমার হিসেবে জিতেছে এবং তার এই জেতার কারণে দেশ থেকে ধর্ষণ উঠে গিয়েছে, শ্লীলতাহানি উঠে গিয়েছে। কোনও মেয়ে কোনও ছেলেকে পাত্তাই দিচ্ছে না। কারণ সবার সেকসুয়াল স্যাটিসফ্যাকশন এখন সবার হাতে। এই স্বপ্নের দৃশ্যটা আমরা যখন রাস্তায় নেমে শ্যুট করতে যাই তখন স্বাভাবিক ভাবেই একটু সমস্যা হয়। যখন এলাকার লোকজন দেখে যে কন্ডোমের মালা ঝুলছে এই দেওয়াল থেকে ওই দেওয়ালে। চারিদিকে ডিলডোর ছবি, পোস্টার, তখন সবাই খুব চিন্তায় পড়ে যান সবাই। উত্তর কলকাতার যে পাড়ায় আমরা শ্যুট করছিলাম, সেখানকার বয়স্ক নাগরিকরা এসে আপত্তি করেন। তখন আমি তাঁদের পুরো কনসেপ্টটা বলি। একটু অস্বস্তি আমারও হয়েছে কারণ আমার মধ্য়েও এখনও কোথাও সেই ট্যাবুটা রয়ে গিয়েছে। কিন্তু মানুষ যুক্তি বোঝেন। পুরোটা বোঝানোর পরে কিন্তু তাঁরাই আমাদের শ্যুটিংয়ে অনেক সাহায্য করেন।’’
যে কোনও পরিচালকের কাছেই এমন অভিজ্ঞতা খুব মূল্যবান। আসলে দর্শক সব সময়েই চান যে পরিচালক তাঁর স্টেটমেন্টের জায়গায় সৎ থাকুন। আর পরিচালকও চান, কোনও রকম বায়াস ছাড়াই দর্শক তাঁর কাজের মূল্যায়ন করুক। এই বিনিময় যত বেশি হবে, ততই বিনোদন জগৎ সমৃদ্ধ হবে। দেখে নিতে পারেন ‘জাপানি টয়’-এর অফিসিয়াল ট্রেলার নীচের লিঙ্কে ক্লিক করে—