সানির টুইট, উদয়ের চ্যালেঞ্জ। আর তাই নিয়ে জমে গেল লড়াই। শরীরী খেলায় সানি লিওনের দক্ষতায় প্রশ্ন তোলা অনাবশ্যক। সেই খেলায় উদয় চোপড়া তাঁকে চ্যালেঞ্জ করছেন! ভাবা যায়! তাও আবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট— টুইটারে!
জিমে ‘প্ল্যাঙ্ক এক্সারসাইজ’ করে ছবিটি টুইট করেছিলেন সানি লিওন। দু’হাতের কনুইয়ে ভর দিয়ে ডিপস্ দেওয়ার ভঙ্গিতে পা পিছনে মেলে দিয়ে ‘প্ল্যাঙ্ক এক্সারসাইজ’ করতে হয়। অত্যন্ত কঠিন এই ব্যায়ামটি শরীরের পেশির ক্ষমতা বাড়ানোর জন্য করা হয়ে থাকে। একটানা এই ভঙ্গিতে বেশি সময় থাকাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ।
সানির শরীরচর্চা।
সানির টুইট দেখে তাঁর জিম ট্রেনার প্রশান্ত পাল্টা টুইট করেন। আর টুইটারে সেই পোস্ট দেখেই সানিকে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন অভিনেতা উদয় চোপড়া। বলেন, সানি যদি রাজি থাকেন তা হলে উদয় জিমে গিয়ে ‘প্ল্যাঙ্ক এক্সারসাইজ’ শুরু করবেন। আর সেই ছবি তিনি টুইট করে দেবেন। উদয়ের টুইট দেখে, হাসিতে ফেটে পড়েন সানি। পাল্টা টুইট করে তিনি জানান, এতক্ষণ ধরে ‘প্ল্যাঙ্ক এক্সারসাইজ’-এর পরে তিনি বেঁচে থাকলে হয়। উদয়ের মতো প্ল্যাঙ্ক এক্সারসাইজ করাটা খুবই কঠিন বলেও মন্তব্য করেন সানি।