মাসখানেক আগে মুক্তি পেয়েছিল স্বরা ভাস্করের ‘আনারকলি অফ আরা’। যেখানে ‘নাচনেওয়ালি’ আনারকলিকে লড়তে হয় যৌন হেনস্থার বিরুদ্ধে। বাস্তবেও তেমন পরিস্থিতিতে পড়তে হয়েছে স্বরাকে, জানালেন নিজেই।
‘প্রেম রতন ধন পায়ো’র প্রচারে গিয়ে স্বরার তিক্ত অভিজ্ঞতা হয়েছিল এ ব্যাপারে। নিরাপত্তার বেড়া টপকে প্রায়ই ভিড়ের মধ্যে অবাঞ্ছিত লোকজন গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ত নায়িকার। এরকম পরিস্থিতিতে একবার তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন অনুপম খের। আবার বহুদিন আগে, যখন স্বরা বিখ্যাত হননি, ফাঁকা লোকাল ট্রেনে যাওয়ার সময় এক মাদকাসক্ত ব্যক্তিকে হস্তমৈথুন করতে দেখেছিলেন স্বরা। ছাতা দিয়ে বেদম মেরেওছিলেন তাকে! অভিনেত্রী বলেছেন, ‘‘মেয়েরা পাল্টা কিছু বলবে না, এই ভেবে অনেকেই সাহস পেয়ে যায় আর বিরক্ত করে। বিশেষ করে বাচ্চা মেয়েদের। কিন্তু একবার ঘুরে দাঁড়ালেই তারা পালানোর পথ পায় না!’’