প্রথম ছবিটাই ছিল সুপারহিট। রাজ চক্রবর্তীর ‘পারব না আমি ছাড়তে তোকে’(২০১৫) ছবির সেই একটু গোলগাল মিষ্টি মুখের সহ-নায়িকাকে ভাল লেগে গিয়েছিল দর্শকের। তার পরের বছর প্রায় ব্যাক টু ব্যাক দু’টি ছবি— ‘অভিমান’ ও ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ (২০১৬)। বড়পর্দায় এত ভাল ব্রেক খুব কম অভিনেত্রীর ক্ষেত্রেই ঘটেছে।
তাই বড়পর্দা ছেড়ে যখন ছোটপর্দায় ‘ডালি’-র চরিত্রে স্বস্তিকা দত্ত এলেন স্টার জলসা-র ‘ভজগোবিন্দ’ ধারাবাহিকে, ইন্ডাস্ট্রির অনেকে একটু অবাক হয়েছিলেন। কিন্তু সম্ভবত এটাই ছিল তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভাল কেরিয়ার ডিসিশন। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের ‘তারকা’ নায়িকাদের উল্লেখ করতে হলে, প্রথমেই এসে পড়বে স্বস্তিকার নাম।
কিন্তু এই সাফল্যের পিছনে যে মানুষটি রয়েছেন, তিনি কিন্তু এখনও বাবা-মায়ের খুব আদুরে একটি মেয়ে যিনি তাঁর পরিবার ছাড়া অন্য কিছু বোঝেন না। ‘‘আমার পার্টি করতে ভাল লাগে না খুব একটা, আমি হয় বাড়িতে থাকি নাহলে খুব হাতে গোনা কিছু বন্ধুদের সঙ্গে সময় কাটাই। আর বেশিরভাগ সময়টা ফ্য়ামিলির সঙ্গেই কাটাতে ভালবাসি’’, জানালেন স্বস্তিকা।
শ্য়ুটিং থেকে ফিরেই ঝাঁপিয়ে পড়েন তাঁর প্রিয় পুষ্যি, প্রিয় সফট টয়দের উপর। তাঁদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন নায়িকা, সঙ্গে জানালেন ঠিক কেমন ধরনের ছেলে তাঁর পছন্দ। শুনে নিতে পারেন এবেলা.ইন-কে দেওয়া তাঁর বিশেষ সাক্ষাৎকার নীচের লিঙ্কে ক্লিক করে—