আত্মহত্যা করলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী প্রিয়ঙ্কা। তামিল টিভি শো ‘ভামসম’-এ অভিনয় করতেন তিনি।
বুধবার সকালে চেন্নাইয়ের ভলাসরাভক্কমে নিজের বাড়ি থেকেই উদ্ধার করা হয় তাঁর দেহ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন প্রিয়ঙ্কা।
প্রিয়ঙ্কার বাড়ির পরিচারিকা সকালে কাজ করতে গিয়ে তাঁর ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান। তিনি প্রতিবেশীদের ডাকেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত কারণের জন্যই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন প্রিয়ঙ্কা। তিন বছর হল বিয়ে হয়েছে অভিনেত্রীর। কিন্তু এখনও তাঁদের কোনও সন্তান হয়নি। এই বিষয়কে কেন্দ্র করেই সমস্যায় ছিলেন তিনি।
প্রিয়ঙ্কার স্বামী জানিয়েছেন, আত্মহত্যার সময়ে তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না।
তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।