মুক্তির অপেক্ষায় রয়েছে ছোটদের ছবি "গোয়েন্দা তাতার"। তবে ছবি মুক্তির আগেই একে একে মুক্তি পাচ্ছে ছবির গান। যে রহস্য আর অ্যাডভেঞ্চার ছবির গল্পে রয়েছে, তার স্বাদ পাওয়া যাবে ছবির গানেও, দাবি পরিচালক শ্রীকান্ত গোলুইয়ের। আর সেই কারণে ছবি মুক্তির আগে একটা একটা করে তিনটে গানই রিলিজ করালেন পরিচালক।
এবেলা.ইন-এর লাইভ আড্ডায় বুধবার মুক্তি পেল এই ছবির শেষ গান। ঘটনাচক্রে এই গানটি ছবির শেষেই থাকবে, এমনটাই জানান পরিচালক। গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচি। সুর করছেন অনির্বাণ রায় আকাশ। গানের লিরিকও তাঁরই। 'ছোটদের ছবি বানানো যেমন বেশ কঠিন, তেমনই কঠিন ছবির গান তৈরি করাও।' আর এই কঠিন কাজটিই সহজে দারুণ ভাবে করেছেন অনির্বাণ, জানালেন রূপঙ্কর। এর আগেও এই ছবির জন্য আরও দু'টি গান মুক্তি পেয়েছে। এর মধ্যে একটি গান রয়েছে রূপঙ্করের কন্ঠে।
ছোটদের ছবি এমনিই বেশ কম হয়, তাই এমন গল্পের সঙ্গে যুক্ত থাকতে পেরে আনন্দিত রূপঙ্কর। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সুনিপুন হাতে সামলেছেন অনির্বাণ। বহু দিন ধরে মুক্তির অপেক্ষায় দিন গুনছে এই ছবি। অবশেষে এবেলা.ইন-এর লাইভ আড্ডাতে ছবি মুক্তির দিনও ঘোষণা করলেন পরিচালক শ্রীকান্ত গোলুই। আগামী বছর ৪ঠা জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে "গোয়েন্দা তাতার"।