অভিনয়ের জন্য মাত্র ১৬ বছর বয়সেই বাঙালির ড্রয়িং রুমে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে দিতিপ্রিয়া। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে রানির চরিত্রে কিশোরীর অভিনয়ে মুগ্ধ টেলিপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রলিং চললেও, অভিনয়ের ক্ষেত্রে সে সব ধোপে টেকেনি। কিন্তু এবার মঞ্চে গান গেয়ে ট্রলিং-এর শিকার হল দিতিপ্রিয়া। তার গানের ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওয় দেখা যাচ্ছে, মঞ্চে ‘কলঙ্কিনী রাধা’ গানটি গাইছে দিতিপ্রিয়া। বাদ্যযন্ত্রের সুর একদিকে বাজছে, আর অন্য রাস্তা দিয়ে ঘুরপাক খাচ্ছে দিতিপ্রিয়ার গান। গানের তালও মাঝে-মধ্যেই পিছলে পিছলে পড়ছে। এমন ‘গানের গুঁতো’-র ভিডিও দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ।
যদিও ভিডিওতে দেখা গিয়েছে যে সুরের গতি যেদিকেই যাক না কেন, দিতিপ্রিয়া সেসব তোয়াক্কা না করে গান গেয়েই চলেছে। তবে গানের জন্য ট্রলড হলেও, অভিনয়তে যে ‘রাসমণি’-কে টেক্কা দেওয়া খুব সহজ নয় তা বলাই বাহুল্য।