বলিউডের বক্স অফিস সাফল্যের নতুন চাবিকাঠি বায়োপিক। প্রায় প্রত্যেকটি বায়োপিক বাণিজ্যসফল। অবধারিত ভাবে।
এই মুহূর্তে বক্স অফিস কাঁপাচ্ছে ‘সঞ্জু’। এর পরে বলিউডের ঝাঁপিতে রয়েছে আরও এক ঝাঁক বায়োপিক। দেখা যাক, আগামী দিনে কোন কোন বায়োপিক আসতে চলেছে।
যে বায়োপিক নিয়ে সবথেকে বেশি হইচই, সেটি হল ‘মণিকর্ণিকা’। ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের জীবন নিয়ে ছবিটি হচ্ছে। তার পর আসতে চলেছে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালের বায়োপিক, সেখানে মুখ্য চরিত্র করছেন শ্রদ্ধা কপূর।
এছাড়া শ্যুটার অভিনব বিন্দ্রার বায়োপিকে অভিনয় করতে চলেছেন দুই কপূর— অনিল ও তাঁর ছেলে হর্ষবর্ধন। ছবির শ্যুটিং শুরু হতে এখনও খানিক দেরি আছে।
নওয়াজউদ্দিন সিদ্দিকিকে দু’টি বায়োপিকে দেখা যাবে। উর্দু সাহিত্যিক সাদাত হাসান মান্টোর জীবন অবলম্বনে নন্দিতা দাসের পরিচালনায় ‘মান্টো’ ছবিটি তৈরি হয়ে গিয়েছে। এখন নানা ফিলম ফেস্টিভ্যালে ঘুরছে। এর পর বাল ঠাকরের বায়োপিকেও নাওয়াজকেই দেখা যাবে।
আর একটি বহুচর্চিত বায়োপিক হতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর বায়োপিক। ছবির নাম— ‘অ্যান অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। মনমোহন সিংহের চরিত্র দেখা যাবে অনুপম খেরকে। পরিচালক বিজয় গাট্টে এই এই ছবির শ্যুটিং করছেন লন্ডনে।
তবে সব থেকে বেশি যাঁর বায়োপিকের দিকে তাকিয়ে থাকবেন দর্শক, তিনি মধুবালা। যদিও এই চরিত্রে কে অভিনয় করবেন, এখনও ঠিক হয়নি। আরও বেশ কিছু বায়োপিক হতে চলেছে,তবে সেগুলি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বায়োপিক তোলার মূল সমস্যা হল, কোনও ব্যক্তি বা সম্প্রদায় থেকে নানা ধরনের চাপ। এর উদাহরণ সঞ্জয় লীলা ভংশালির ‘পদ্মাবৎ’।
তবু বলিউড বায়োপিক বানাচ্ছে। কারণ, লাইফকে লার্জার দ্যান লাইফ হিসেবে দেখতে মানুষ পছন্দ করে।