তিনি শুধু বলিউড নন, এখন হলিউডেরও নায়িকা। সম্প্রতি নিউ ইয়র্ক ফ্যাশন উইক চলাকালীন একটি বিদেশি সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করে সমসাময়িক একটি ফ্যাশন ট্রেন্ড নিয়ে। নানা ধরনের অন্তর্বাসকেই ‘টপ’ হিসেবে পরার চল হয়েছে এখন বিদেশে আর সেই ট্রেন্ডটির চালু করেছেন আন্তর্জাতিক তারকারাই। এই ট্রেন্ড সম্পর্কে ঠিক কী মনে করেন বলিউডের এই নায়িকা? তিনিও কি এই ট্রেন্ড অনুসরণ করবেন? প্রশ্ন ছিল সেই সংবাদমাধ্যমের।
আরও পড়ুন
নায়ক নন, প্রিয়ঙ্কা চোপড়ার পছন্দের পুরুষ কে জানেন?
প্রিয়ঙ্কার ছোটবেলার ছবি দেখতে ক্লিক করুন
উত্তরে নায়িকা বলেন, ‘‘নাহ্, আমি আসলে একটু লাজুক টাইপের। আমি বরং টপ হিসেবে একটা শার্টই পরব আর ব্রা থাকবে ভিতরে, লুকোনো।’’ বলেই মুচকি হেসেছেন তিনি। কিন্তু বিদেশি সংবাদমাধ্যম অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তার পরেও তাদের প্রশ্ন ছিল, যে একেবারে অন্তর্বাস না পরে থাকতে কি তিনি স্বচ্ছন্দ?
নায়িকার সপ্রতিভ উত্তর, ‘‘আমার বেডরুমের কাছাকাছি থাকলে তবেই— আর হ্যাঁ, আশপাশের লোকজন যদি আদৌ বুঝতে না পারে, তখন’’। ভাবছেন কে সেই বলিউডের নায়িকা? তিনি আমাদের প্রিয় পিগি চপস। বলিউড থেকে প্রথমে বিদেশের টেলিভিশন, তার পরে হলিউডের ছবি— কেরিয়ারের সেরা সময় যাচ্ছে তাঁর। কিন্তু প্রিয়ঙ্কা সম্ভবত মনে মনে আদ্যন্ত ‘দেশি গার্ল’। তাই অন্তর্বাসকে বহির্বাস করার কোনও ইচ্ছাই তাঁর নেই।