সলমন আঙ্কলের ছবি রিলিজ করেছে, অথচ মুন্নি দেখেনি? হতেই পারে না। বাবা-মায়ের সঙ্গে সে গিয়েছিল ‘‘সুলতান’’ দেখতে। কী তার প্রতিক্রিয়া?
সিনেমা হলে হর্ষালি
হর্ষালি মালহোত্রা টুইটারে লিখেছে, স্ক্রিনে সলমন আঙ্কলকে কাঁদতে দেখলে তার খুব কষ্ট হয়। এমনকী মারামারির দৃশ্যে সলমনকে আহত হতে দেখেও কষ্ট পেয়েছে ছোট্ট হর্ষালি। তবে গোটা সিনেমাটা সে উপভোগ করেছে। আর সবথেকে ভাল লেগেছে কোনটা? শেষে সলমন আঙ্কলেরই জয় হয়েছে দেখে।