সরস্বতী পুজোয় টলিউডের সেলেবরা নিজেদের কাজের ফাঁকেই সময় করে সেরে ফেললেন বাগদেবীর আরাধানা। সরস্বতী বিদ্যা ও কলার দেবী, তাই সরস্বতীকে সন্তুষ্ট রেখেই নিজের কাজের প্রতিভা বাড়িয়ে নেন এই তারকারা। এদের মধ্যে অনেকই আবার পুজোর মাঝেই সেরে নেন নিজের ছবির প্রচার। যেমন ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর নিজের বাড়িতে প্রতি বছরের মত এ বছরও তাঁর আগামী ছবি ‘আ হারে’এ প্রচার করলেন। সঙ্গে ছিলেন তাঁর নায়ক বাংলাদেশের হার্টথ্রব আরিফিন শুভ। তিনিও জানালেন কলকাতায় সরস্বতী পুজোয় তাঁর অভিজ্ঞতা।
অন্য দিকে নায়িকা অর্পিতা চট্টোপাধ্যায় নিজের মত করেই একান্তে পুজো করলেন। ইন্দ্রানী হালদার তাঁর সহকর্মী ও ছাত্র ছাত্রীদের নিয়ে মহাসমারহে সরস্বতী বন্দনা করলেন। পরিচালক সুদেষ্ণা রায় জানালেন এই দিনে প্রেমে থাকতে হয়। এদিকে নতুন বিয়ের পর সরস্বতী পুজো করছেন নিজেদের প্রযোজনা সমস্থায় শুভশ্রী। সব মিলিয়ে রঙিন হয়ে উঠেছে সেলেব সবস্বতী পুজো।
তবে সরস্বতী পুজো তো বাঙালির ভ্যালেনটাইন ডে নামেও প্রচলিত। তাই বসন্ত পঞ্চমীতে প্রেম ভালবাসার কথাও জানালেন তারকারা। দেখে নিন ভিডিও—