SEND FEEDBACK

English
Bengali

বিশাল দাদলানির কণ্ঠে ‘ওয়ান’ টাইটেল ট্র্যাক, দেখুন ভিডিও

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | মার্চ ২০, ২০১৭
Share it on
আর একমাসও বাকি নেই। প্রসেনজিৎ-যশ দাশগুপ্ত-নুসরত অভিনীত ‘ওয়ান’ মুক্তি পেতে চলেছে আগামী ১৪ এপ্রিল। শুনে নিন সেই ছবির টাইটেল ট্র্যাক।

গতকালই ইউটিউবে মুক্তি পেয়েছে বীরসা দাশগুপ্তের ছবি ‘ওয়ান’-এর টাইটেল ট্র্যাক। ইতিমধ্যেই চার্টবাস্টার হয়ে গিয়েছে এই ছবির অন্য একটি গান ‘আলাদিন’। শাল্মলী খোলগাড়ের কণ্ঠে এই গানের দৃশ্যায়নে রয়েছেন নুসরত ও যশ। বেশ ঝকঝকে স্মার্ট সং সিকোয়েন্স বলা যায়। এবার এল টাইটেল ট্র্যাক— বেশ বলিউডি কায়দায় শ্যুট করা হয়েছে গানটি। গেয়েছেন বিশাল দাদলানি ও রাফতার। গানের লিরিকস লিখেছেন প্রসেন এবং সুর দিয়েছেন অরিন্দম। 

আরও পড়ুন

বাংলা ছবির নতুন মুখ আনুশা বাংলার এক বিখ্যাত দম্পতির মেয়ে 

মিমিকে চিঠি লিখলেন অরিন্দম শীল, কী চিঠি দেখে নিন 

বাংলা বাণিজ্যিক ছবিতে র‌্যাপ অত্যন্ত বিরল। আর অন্যধারার ছবির কথা ধরতে গেলে এই ব্যাপারে এক নম্বরে রয়েছেন ‘কিউ’। ওয়ান-এর টাইটেল র‌্যাপটি কিউ-এর ছবির র‌্যাপের মতো অতটা হার্ড-হিটিং না হলেও বেশ ভাল। বিশেষ করে যশ দাশগুপ্তের মতো একজন মাচো হিরো যখন রয়েছেন। কিন্তু ভিডিওটি দেখলে বুঝবেন, ইউএসপি একটাই— দ্য ওয়ান অ্যান্ড ওনলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়— 

One Bengali Film Prasenjit Chatterjee Yash Dasgupta Vishal Dadlani Raftaar Title Track
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -