চড়া রোদ উঠলে চোখে সানগ্লাসটা টুক করে পরে নেন বাইরে বেরোলেই। অফিসে ঢুকেই সানগ্লাসটা তুলে দেন চুলের উপর। কিন্তু বর্ষাকাল এলেই, আপনার প্রিয় অ্যাকসেসরি লুকনো থাকে কাবার্ডেই। এবার জেনে নিন ছোট্ট কয়েকটা ট্রিক, যা ঠিকঠাক মেনে চললে এই ঘোর বর্ষাতেও আপনিই চোখ টানবেন সকলের।
বর্ষায় সাদা পোশাক এড়িয়ে চলেন? পরুন সাদা শর্ট ড্রেস। কাদার ছোপ লাগার ভয় থাকবে না। সঙ্গে নিন হালকা বাদামী শেডের সানগ্লাস। কেস জমে যাবে!
বাদামি শেড পরুন সাদা পোশাকের সঙ্গে। ফোটো সৌজন্য: ভিশন আরএক্স ল্যাব
ভায়োলেট শেডস কিনেছেন, কিন্তু কীসের সঙ্গে পরলে মানানসই হবে বুঝতে পারছেন না? ফ্লোরাল প্রিন্টের টি-শার্ট পরুন, সঙ্গে স্ট্রাইপড ট্রাউজার্স। পরতে পারেন ফ্লোরাল প্রিন্টের ফ্যান্সি শাড়িও। এর পর নিশ্চিন্তে আপনার সানগ্লাস পরে ফেলুন। মধ্যমণি হবেন আপনিই।
ভায়োলেট শেড ব্যবহার করুন ফ্লোরাল প্রিন্টের সঙ্গে। ফোটো সৌ: ভিশন আরএক্স ল্যাব
হালফিল চিতা ফ্রেমের সানগ্লাসও উঠেছে বাজারে। কিন্তু আপনি ঠিক সাহস করে কিনে উঠতে পারছেন না। মত বদলে ফেলুন। একরঙা যে কোনও ঢিলে শার্ট আর জেগিংসের সঙ্গে টিম-আপ করতে পারেন আপনার সাধের চিতা-ফ্রেমকে।
চিতা-ফ্রেমের সানগ্লাস পরুন একরঙা পোশাকের সঙ্গে। ফোটো: ভিশন আরএক্স ল্যাব
শুধু স্টাইলের স্বার্থেই নয়, অতিবেগনি রশ্মি প্রতিরোধ বর্ষাকালেও প্রয়োজন। অনেকেই সেটা ভুলে যান। ক্ষতিকর অতিবেগনি রশ্মি থেকে বাঁচান আপনার মহামূল্যবান চোখদু’টি।