২০১৮ সালটি হিন্দি ওয়েব সিরিজের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। একদিকে যেমন নেটফ্লিক্স এনেছে এদেশের প্রথম হিন্দি অরিজিনাল সিরিজ, ঝাঁপ খুলেছে জি ফাইভ, তেমনই দেশি-বিদেশি জায়ান্ট ওয়েব অ্যাপদের সঙ্গে টক্কর নিয়ে টিভিএফ প্লে প্রমাণ করেছে ‘কনটেন্ট ইজ দ্য কিং’। এবছর যে সব সিরিজগুলি আলোচিত থেকেছে সবচেয়ে বেশি, তাদের মধ্যে দু’টি সিরিজ কিন্তু নেই আমাদের তালিকার সেরা পাঁচে— ‘করেনজিৎ কাউর’ এবং ‘মির্জাপুর’।
প্রথমটি বড়ই বাণিজ্যিক স্ট্র্যাটেজিতে উচ্চকিত এবং দ্বিতীয়টি এক কথায় ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ নির্ধারিত ধাঁচের চর্বিতচর্বণ। অথচ এই দু’টি সিরিজের মেকিং ঝকঝকে এবং দ্বিতীয়টিতে অনবদ্য আবারও পঙ্কজ ত্রিপাঠি। কিন্তু অভিনয় এবং মেকিং ঝকঝকে হলেই তো হল না। বিষয়বস্তুর বৈচিত্র্য, মেকিং, ধাঁচ ভেঙে নতুন কিছু করার প্রচেষ্টা এবং অবশ্যই ওয়েব সিরিজের ক্ষেত্রে সবচেয়ে বেশি যা প্রয়োজন, গ্রিপিং (চুম্বকের মতো দর্শককে টেনে রাখার ক্ষমতা) ইত্যাদি সবকিছু বিচার করলে, ২০১৮ সালের সেরা হিন্দি ওয়েব সিরিজ হল—
সেক্রেড গেমস— বিক্রমাদিত্য মোতওয়ানে এবং অনুরাগ কাশ্যপ পরিচালিত, নেটফ্লিক্সের এই সিরিজটি নিঃসন্দেহে ২০১৮ সালের ওয়েব কনটেন্টের ক্ষেত্রে সেরা হেডলাইন-মেকার। সেফ আলি খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, রাধিকা আপ্টে অভিনীত এই সিরিজটি বছরের সবচেয়ে গ্রিপিং থ্রিলার, যা দেখতে বসলে পুরোটা না দেখে ওঠা যায় না।
ব্রেদ— ময়াঙ্ক শর্মা পরিচালিত, অ্যামাজন প্রাইমের এই থ্রিলারের প্রেক্ষাপটটি ‘সেক্রেড গেমস’-এর মতো ব্যাপ্ত নয় কিন্তু ভীষণ প্রাসঙ্গিক। অসাধারণ সিনেম্যাটোগ্রাফি এবং অনবদ্য অভিনয় এই সিরিজের দু’টি মূল ইউএসপি। ২০১৮-র ওয়েবে সেরা অভিনেতার পুরস্কারটি কিন্তু সেফ বা নওয়াজ নয়, ‘ব্রেদ’-এর জন্য আর মাধবন-এর প্রাপ্য।
ইয়ে মেরি ফ্যামিলি— ওয়েব মানেই যে থ্রিলার নয়, সাধারণ মানুষের সাধারণ সুখ-দুঃখের গল্পও যে মানুষ ওয়েব সিরিজে দেখতে পছন্দ করেন, তার সবচেয়ে বড় প্রমাণ সমীর সাক্সেনা পরিচালিত এই সিরিজটি। ১৯৯৮ সালের জয়পুরের প্রেক্ষাপটে, বছর বারোর একটি ছেলের দৃষ্টিভঙ্গি থেকে দেখা, কিছু পাওয়া-কিছু না পাওয়া মিশ্রিত এক মধ্যবিত্ত পরিবারের গল্প। টিভিফ প্লে এবং ইউটিউব, দু’টি মাধ্যমেই হয়েছে স্ট্রিমিং। অভিনয়ে বিশেষ বনসল, মোনা সিং ও আকর্ষ খুরানা।
লিটল থিংস— ২০১৮ সালে নেটফ্লিক্স-এ এসেছে ইউটিউবের এই জনপ্রিয় সিরিজের সেকেন্ড সিজন। ধ্রুব সেগাল ও মিথিলা পালকর অভিনীত এই সিরিজটি নিঃশব্দে ওয়েব সিরিজের একটি চলতি প্যাটার্নকে ভেঙেছে। সম্পূর্ণ যৌনতাবর্জিত আঙ্গিকে, শহুরে লিভ-ইন দম্পতির জীবনকে সুন্দর ভাবে উপস্থাপন করেও লক্ষ লক্ষ ভিউয়ারশিপ পাওয়া যায়, এই সিরিজটি তার দৃষ্টান্ত।
ঘাউল— ‘স্ট্রেঞ্জার থিংস’ দেখে যে ভারতীয়রা আপশোষ করেছিলেন হিন্দিতে এমন একটি হরর সিরিজের, তাঁদের সমস্ত আশা পূর্ণ করেছে নেটফ্লিক্স-এর এই সিরিজটি। প্যাট্রিক গ্রাহাম পরিচালিত, রাধিকা আপ্টে ও মানব কউল অভিনীত এই সিরিজটি নিঃসন্দেহে হিন্দি ওয়েবে উচ্চমানের হরর ট্রেন্ডের সূচনা।