প্রতিবছর দীপাবলির দু’দিন আগে থেকে শুরু হয় ধনতেরাস উৎসব। বলা হয় এটিই নাকি বছরের সবথেকে শুভ দিনগুলির মধ্যে অন্যতম। ধনতেরাসের শুভ মুহূর্ত শুরু হয়ে গিয়েছে আজ থেকেই। আপনাদের অনেকেই হয়তো এখনও পর্যন্ত ঠিকই করে উঠতে পারেননি যে কী কিনবেন? এখানে রইল তাঁরই একটি তালিকা—
• সোনা: বলা হয় যে, ধনতেরাসে সোনা বা রুপো কিনলে তা সৌভাগ্যের বার্তাবাহক হয়ে থাকে। বাজেট বেশি থাকলে কিনতেই পারেন সোনার গহনা বা কয়েন।
• রুপো বা পিতল: রুপো অথবা পিতলের বাসনও কিনতে পারেন। তবে তা অবশ্যই ঘরের পূর্ব দিকে রাখবেন।
• ঝাঁটা: ধনতেরাসে ঝাঁটা কেনা খুবই শুভ। কারণ বলা হয়, ধনতেরাসে ঝাঁটা কিনলে সমস্ত দুঃখ, দারিদ্র চিরদিনের মতো বাড়ি থেকে দূর করে দেওয়া যায়।
• বৈদ্যুতিন সরঞ্জাম: আপনার যদি বৈদ্যুতিন সরঞ্জাম যেমন- রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, ল্যাপটপ, মোবাইল কেনার পরিকল্পনা থাকে, তাহলে আজই তা কেনার শুভ দিন।
• পেশা অনুযায়ী সরঞ্জাম: আপনার পেশা অনুযায়ী প্রয়োজনীয় সরঞ্জাম কিনলে তা আপনার জন্য সৌভাগ্যের বার্তা বয়ে আনবে। যেমন— লেখক হলে কলম, আর্টিস্ট হলে রং বা তুলির মতো আঁকার সরঞ্জাম ইত্যাদি কেনা খুবই শুভ।
কিন্তু ধনতেরাসের তাৎপর্য কী?
পুরাণ মতে, সমুদ্র মন্থনে দুধের সাগর থেকে উঠে এসেছিলেন মা লক্ষ্মী। তাঁর ‘ধনত্রয়োদশী’ রূপটির আরাধনা করা হয়ে আসছে এই ধনতেরাস উৎসবে।
আরও পড়ুন
ধনতেরাসে গয়না না কিনে, বিনিয়োগ করুন গোল্ড বন্ড বা ইটিএফে
ধনতেরাস পুজোর শুভ মহরৎ—
সন্ধে ৫:৩৫ থেকে ৬:২০ পর্যন্ত।
সময়কাল— ৪৫ মিনিট
প্রদোশ কাল— বিকাল ৪:৪৫ থেকে সন্ধ্যে ৮:২১ পর্যন্ত।
ত্রয়োদোশী তিথি শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার বিকেল ৪:১৫ মিনিট থেকে আজ সন্ধে ৬:২০ মিনিট পর্যন্ত।