গত বছর, ২০১৭ সালের শারদোৎসবের ঠিক পরেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা সুবান রায়ের আপডেট দেখে অনেকেই অবাক হয়েছিলেন। বিয়ের সাজে সুবান রায় ও তাঁর সুসজ্জিতা বধূকে দেখে প্রতিবেদকও প্রথমে ভেবেছিলেন যে এটা কোনও ধারাবাহিকের শ্যুটিং নয় তো? মুহূর্তেই সেই ভুল ভেঙে দেন সুবান। এক বছর পরে সুবান ও তিয়াসা বাংলা টেলিভিশনের কনিষ্ঠতম অভিনেতা-দম্পতি। একজন নায়িকা ও অন্যজন খল-নায়ক।
তিয়াসা থিয়েটার করতেন, অভিনয় ভালবাসতেন কিন্তু টেলিভিশনের সুপারহিট ধারাবাহিকের নায়িকা হবেন, এমনটা ঠিক তাঁর পরিকল্পনাতে ছিল না। মূলত সুবান ও তাঁর পরিবারের উৎসাহেই এই পদক্ষেপ। আর এই পরিবার তাঁকে পুত্রবধূ নয়, মেয়ের মতোই আপন করে নিয়েছে। কিছুদিন আগেই সুবান ও তিয়াসার এক বছরের বিবাহবার্ষিকী গিয়েছে। তখনই এবেলা ওয়েবসাইটকে জানিয়েছিলেন সুবান যে তাঁর ও তিয়াসার বিয়ের গল্পে শারদোৎসবের একটা বড় ভূমিকা রয়েছে।
গত বছর অর্থাৎ ২০১৭-র শারদোৎসবে, পঞ্চমীর দিন প্রথম তিয়াসাকে দেখেন সুবান, অষ্টমীতে সুবানের বাড়িতে নিমন্ত্রিত হয়ে আসেন তিয়াসা আর তার কিছুদিনের মধ্যেই বাজে বিয়ের সানাই। কিন্তু পঞ্চমী থেকে অষ্টমী, ঠিক কী কী ঘটেছিল, কীভাবে দু’জনের পারস্পরিক ভাললাগা পাল্টে গেল প্রেমে আর কীভাবে দু’জন দু’জনের মধ্যে লাইফ পার্টনারকে খুঁজে নিলেন, সেই গল্প বিশদে শোনালেন সুবান ও তিয়াসা এবেলা ওয়েবসাইটের সপ্তমী স্পেশাল লাইভ আড্ডায় এসে।
গতকাল ১৬ অক্টোবর, কলকাতার বিখ্যাত বনেদী পরিবার, চারুচন্দ্র ভবনে, বসল এই লাইভ আড্ডা। শুনে নিতে পারেন সুবান ও তিয়াসার এই প্রেমের গল্প নীচের লিঙ্কটিতে ক্লিক করে—